একদিনে ৬২ জন করোনা রোগীর মৃত্যু পশ্চিমবঙ্গে, সামান্য বেড়েছে সুস্থতার হার
সোমবার সন্ধ্যায় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৫ জন। রবিবার এই সংখ্যা ছিল ৩ হাজার ১৭৭, শনিবার ৩ হাজার ১৮৮, শুক্রবার ৩ হাজার ১৯২ এবং বৃহস্পতিবার ৩ হাজার ১৯৭। খুব সামান্য হলেও প্রতিদিন রোগীর সংখ্যা কম হওয়ার এই প্রবণতা কিছুটা স্বস্তিতে রাখছে রাজ্য প্রশাসনকে। চিকিৎসক-বিশেষজ্ঞরাও কিছুটা আশাবাদী। যদিও এটাই যে চূড়ান্ত প্রবণতা, এমনটা মনে করার কারণ নেই বলেও সাবধান করে দিচ্ছেন তাঁরা। এই নিয়ে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা হল ২ লক্ষ ২৮ হাজার ৩০২।
২৪ ঘণ্টায় ৬২ জনের মৃত্যুই এখনও পর্যন্ত রাজ্যে সর্বোচ্চ। রবিবার মৃত্যু হয়েছিল ৬১ জনের। শনিবার এই সংখ্যা ছিল ৫৬। সোমবারের ৬২ জন নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে কোভিডের বলি হয়েছেন ৪ হাজার ৪২১ জন। রাজ্যের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কলকাতায়— ১৯ জনের। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৭ জন। হাওড়াতেও মৃতের সংখ্যা ৭।