কবিতা — শব্দের নাশকতা
শব্দের নাশকতা
লেখা: মৃণাল দে চৌধুরী
শব্দ ছন্দে কবি তা দিয়ে ফোটালেন এক কবিতা,
পাঠকের পা ঠক ঠক করে,এতো শব্দের নাশকতা,
শব্দরা সব শবেদের মত পাতায় রয়েছে লুটিয়ে,
পড়তে গিয়ে চোখের পাতা পড়ে না পাতায় তাকিয়ে,
সিংহ ভাবে সিং হলে তার বড়ই ভালো লাগতো,
ছাগল বলে ছাগলের ছা গোল গোল কেন নয়তো,
কাকের কাকারা ভাবছে তাঁদের কেন এত করে ডাকা,
গোসাপ ভাবছে গো শাপে কি তার এমন নামটি রাখা,
হাতি বলে তাঁর হাত-ই তো নেই শুড়ি হোক তার নামটা,
মানুষের যদি না থাকে মান-হুশ কি থাকে তার দামটা;
দূর্নীতি থাকে সদাই দূর,নীতির
নাগাল ছাড়িয়ে,
রাজনীতি রাজ নীতির জগতে রাজার নীতি বানিয়ে;
বৃষ্টিতে ভিজে খুশি হাঁসেরা হাসে প্যাক প্যাক করে,
বৃষ্টি পেয়ে বৃষটি ঘোরে,তাড়া খেয়ে দ্বারে দ্বারে,
পায়ের ঘা কেঁদে ওঠে হায় হাতের ঘা খেয়ে,
আখের গোছা পিষেই মরে আখের গোছাতে চেয়ে;
দুঃখ দীঘির দি ঘি বলে সব দেয়না তো কেউ ঘি,
সংসারে ভালো, সাজলে সঙ সার বুঝলেই ছি।
কে বানর আর কে বা নর বোঝা বড়ই দায়,
পেটের জালা ভরাবার জ্বালা কে বা সইতে চায়;
সকলেই চায় যেতে অমর্ত্যে মরতে কেউ তো চায়না,
জানো আর মানো জানোয়ার সব শুধুই বনে রয়না।