করোনা আবহের মধ্যেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু
করোনাভাইরাস আবহের মধ্যেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। মেলার আয়োজন নিয়ে গত বৃহস্পতিবার ২০ আগস্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় বসেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।আলিপুরে জেলাশাসকের দফতরে সেই বৈঠকে হাজির ছিলেন সুন্দরবন পুলিশ জেলার সুপার, মহকুমা শাসক, অতিরিক্ত জেলাশাসক-সহ বিভিন্ন দফতরের আধিকারিকগণ। সেখানে গত বছরের মেলা আয়োজনের কোন কোন ক্ষেত্র আরও ভালো করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি করোনা পরিস্থিতিতে কীভাবে মেলার আয়োজন করা হবে, তা নিয়েও আলোচনা হয়েছে।
জেলাশাসক পি উলগানাথন বলেন, ‘মেলার পরিকল্পনার জন্য পুলিশ, সেচ এবং পরিবহন-সহ বিভিন্ন দফতরের সঙ্গে প্রথম বৈঠক হয়েছে। করোনা মহামারীর কথা মাথায় রেখে মেলার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’
জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, অন্যবার জুলাই থেকেই মেলার প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু করোনার জেরে সেই প্রস্তুতি কিছুটা পিছিয়ে গেল। তবে খুব শীঘ্রই মেলা প্রাঙ্গণ পরিদর্শনে যাবে পুলিশ, জেলা প্রশাসন, ইঞ্জিনিয়রদের একটি যৌথ দল। খতিয়ে দেখা হবে জেটির অবস্থাও।
সোমবার ২৪ আগস্ট ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনের কর্তাদের আশা, সেই বৈঠকে মেলা আয়োজন নিয়ে আরও কিছু নির্দেশ দেওয়া হবে। মূলত করোনা বিধি মেনে মেলা আয়োজন নিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিতে পারেন বলে ধারণা প্রশাসনিক মহলের। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেছেন, ‘মহামারীর কারণে এবার সামাজিক বিধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিস্তারিত পরিকল্পনা করতে হবে।
বাজেটও শীঘ্রই তৈরি করা হবে। আর মেলার বাজেটের একটি বড় অংশ সেই খাতেই ব্যয় করা হতে পারে।