করোনা বিধি মেনেই পূজোর আয়োজন
এখন এমনিতেই করোনা পরিস্থিতির মধ্যে সব ধরনের অনুষ্ঠানেই কাটছাঁট করা হচ্ছে। আর সেটার প্রভাব যে দুর্গাপূজাতেও পরবে সেটা আন্দাজ করা যাচ্ছে। তবে এখনও সরকারের তরফ থেকে জানা যায়নি তেমন কিছু। কিন্তু আগামী ২৫ সেপ্টেম্বরে যে পূজো কমিটির সদস্যেদের নিয়ে বৈঠক করতে চলেছেন মমতা ব্যানার্জী সেটা জানা গেছে। আজ সোমবার মমতা ব্যানার্জী নবান্নে গ্লোবাল এডভাইজারি কমিটির সাথে বৈঠক করেন, আর সেখানেই তিনি জানান যে, পূজার কমিটি গুলোর কাছে আমার অনুরোধ যাতে প্যান্ডেল গুলো খোলা মেলা হয়। অষ্টমির অঞ্জলি দিতে আসলে মানুষের ভিড় বাড়বে।
সেই কারণেই জমায়েত বাড়বে। তাই এই খোলা মেলা প্যান্ডেল করার নির্দেশ। সাথে এই খোলামেলা প্যান্ডেলের মধ্যে বাতাস বইবে, জীবাণু থাকলে তা বেরিয়ে যাবে। যা কিনা ভেন্টিলেটর দিয়ে বের হওয়া সম্ভব নয়।আগামী ২৫ সেপ্টেম্বর পুজা কমিটির সাথে বৈঠক হবে বলে জানিয়েছেন তিনি। আর সেখানেই আরও বিস্তারিত আলোচনা করা যাবে বলেই জানিয়েছে। একেবারে করোনা বিধি মেনে, এই বারের পুজার আয়োজন।