কলেজে ভর্তি প্রক্রিয়া আরো সহজ করতে তৈরি হলো পোর্টাল
এবার রাজ্যে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে “বাংলার উচ্চ শিক্ষা পোর্টাল” নামক একটি প্রকল্প চালু করল রাজ্য সরকার। যে পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইনেই কলেজে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন। কলেজে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন, সে উদ্দেশ্যেই মূলত এই পোর্টাল চালু করেছে নবান্ন।
টুইটে শিক্ষা মন্ত্রী
banglaruchchashiksha.wb.gov.in । এই পোর্টাল থেকে ছাত্রছাত্রীরা বিশদে তথ্য পাবেন। উল্লেখ্য এ বছর করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের অর্থনৈতিক দুর্দশার কথা বিবেচনা করে, কলেজে অনলাইনে আবেদনের ক্ষেত্রে ভর্তির ফর্ম সংক্রান্ত কোনো অর্থ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে প্রতিটি কলেজের কাছে এই সংক্রান্ত কড়া নির্দেশিকা পৌঁছে গেছে। যেখানে বলা হয়েছে, কোন কলেজ যদি বেআইনিভাবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করে, তাহলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। তবে বেশ কিছু ছাত্র সংগঠন, ভর্তির আবেদন পত্রের ফি মুকুবের পাশাপাশি, এবছর কলেজে ভর্তির ফিও মুকুব করার দাবি তুলছেন। তবে এ বিষয়ে এখনও অব্দি কিছু জানায়নি রাজ্য।