+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

কার্গিল যোদ্ধাদের শ্রদ্ধা, করোনা মোকবিলায় মাস্ক! মন কি বাতে মোদি উবাচ

নিজস্ব সংবাদদাতা - July 26, 2020 3:24 pm - দেশ

কার্গিল যোদ্ধাদের শ্রদ্ধা, করোনা মোকবিলায় মাস্ক! মন কি বাতে মোদি উবাচ

সালটা ১৯৯৯, ২৬ জুলাই ৷ আজ থেকে ঠিক ২১ বছর আগে ভারতীয় সেনারা জয় করেছিল কার্গিল যুদ্ধ ৷ এই দিনটিকে গর্বের সঙ্গে স্মরণ করার জন্য প্রত্যেক বছরই ২৬ জুলাই গোটা দেশ জুড়ে পালন করা হয় কার্গিল দিবস   ৷

মোদির মন কি বাতে এবার উঠে এল সেই কার্গিলের কথা ৷ মন কি বাতের শুরুতেই সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে, মোদি বললেন, ‘পাকিস্তানকে আমরা বন্ধু ভেবেছিলাম ৷ কিন্তু পাকিস্তান বিশ্বাসঘাতকতা করেছিল ৷ কার্গিলে এসে ওরা ওদের স্পর্ধা দেখিয়েছিল ৷ তবে আমাদের সেনা উচিত শিক্ষা দিয়েছে ৷ যা কোনও দিনও ভোলার মতো নয় ৷ ’

তবে কার্গিল জয়ের উদযাপনে করোনা মোকাবিলায় গোটা দেশবাসীকে যোদ্ধা হয়েই লড়তে বললেন মোদি ৷

মোদির কথায়, মাস্ক পরতেই হবে, সতর্ক হতেই হবে ৷ সবাই একজোট হয়ে লড়তে হবে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে ৷

করোনার মাত্রা বেড়ে যাওয়ার মধ্যেই অসতর্কতার ছবি দেখা যাচ্ছে। রাস্তায় অনেককেই মাস্ক ছাড়া ঘুরতে দেখা যাচ্ছে। , ‘আমাদের অনেক সময়ই মাস্ক ব্যবহারে অসুবিধা হচ্ছে। কিন্তু সেই সময় একবার করোনা যোদ্ধাদের কথা ভাবুন। দেশবাসীর কথা বিবেচনা করে মাস্ক পরুন।’

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৪৮,৬৬১ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২। কোভিডে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩২,০৬৩। করোনার বিরুদ্ধে লড়াইয়ে গ্রামাঞ্চল দিশা দেখাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। মোদির কথায়, ‘প্রশাসনিক ও উদ্ভাবনী শক্তির আলোকপাত গ্রামাঞ্চলে করা উচিত। বিপর্যয়, কঠিন সময়কে সুযোগে পরিণত করতে হবে।’


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube