কালই আসছে সেই মাহেন্দ্রক্ষণ, অযোধ্যায় হবে রাম মন্দিরের ভূমিপুজো
রাত পোহালেই আসবে সেই মহান মাহেন্দ্রক্ষণ। যোগী আদিত্যনাথ সেই শুভ সময়ের আগে নিজেই শেষ সময়ের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন। আগামী কাল অযোধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে রাম মন্দিরের ভূমিপূজার অনুষ্ঠান। সমগ্র ভারতবাসী সেই অনুষ্ঠানের অপেক্ষায় অপেক্ষারত।
অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে নির্মিত হবে বহু প্রতিক্ষিত রাম মন্দির। এই শুভ মুহূর্তের প্রাক্কালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন, ‘ভূমি পূজার দিনটা আমাদের কাছে এক ঐতিহাসিক এবং সংবেদনশীল মুহূর্ত। এক নতুন ভারতের শুভসূচনা হতে চলেছে’।
তিনি আরও বললেন, ৫ই আগস্ট আমাদের কাছে একটি অত্যন্ত গৌরবের দিন। তাই বিশেষ দিনের অনুষ্ঠানের পূর্বে আয়োজন খতিয়ে দেখতে আমি এসেছি। সেইসঙ্গে মান্য করা হবে করোনা সতর্কীকরণও। তবে আমি বলব এদিন অনুষ্ঠানে শুধুমাত্র আমন্ত্রিত ব্যক্তিরাই উপস্থিত থাকুন’। বর্তমান সময়ের করোনা বিধি নিষেধ মান্য করে মাত্র ২০০ জনকে নিয়ে এই অনুষ্ঠান করা হবে। তাই তিনি ১৩৫ কোটি দেশবাসীর উদ্দ্যেশ্যে বললেন, ‘আমি জানি অনেকেই এই অনুষ্ঠানে অংশ নিতে চাইছেন। কিন্তু এই সংকটের পরিস্থিতিতে শুধুমাত্র আমন্ত্রিত ব্যক্তিরাই আসুন। বাকিরা বাড়িতে থেকে প্রদীপ জ্বালিয়ে, রামায়ণ পাঠ করে এবং টিভিতে এই অনুষ্ঠান দেখুন।