ক্রমেই বাড়ছে করোনার দাপট, ২৩০০-র বেশি কন্টেইনমেন্ট জোন জেলাগুলিতে
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজারের গণ্ডি পার করেছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি মৃতের সংখ্যাও আড়াই হাজার ছাড়িয়েছে। যদিও রাজ্যের সুস্থতার হার আগের থেকেই অনেকটাই বেড়েছে বলে সরকারি পরিসংখ্যানেই দেখা যাচ্ছে। এদিকে বর্তমানে গোটা রাজ্যে ২৩০০-র বেশি কন্টেইনমেন্ট জোন রয়েছে বলেও খবর।
রাজ্য সরকারের ওয়েবসাইট ‘এগিয়ে বাংলার’ তথ্যানুযায়ী সবথেকে বেশি কন্টেইনমেন্ট জোন রয়েছে নদীয়ায়। তারপরেই এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব বর্ধমান। তারপরেই রয়েছে উত্তর দিনাজপুর। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গোটা দেশে কন্টেইমেন্ট জোনের সংখ্যা বর্তমানে ২৩০৪। তার মধ্যে নদীয়াতেই রয়েছে ৩৯৬টি কন্টেইমেন্ট জোন।
এদিকে বর্তমানে নদীয়ায় চিকিৎধীন করোনা রোগীর সংখ্যা ৭৬৪। পাশাপাশি পূর্ব বর্ধমানে চিকিৎধীন করোনা রোগীর সংখ্যা ৫৫০। সেখানে মোট কন্টেইমেন্ট জোনের সংখ্যা ৩৫০। উত্তর দিনাজপুরে এই সংখ্যা ৩৩৪, কোচবিহারে রয়েছে ২১২ টি, পশ্চিম মেদিনীপুরে ১৮৮। পাশাপাশি বীরভূম ও পুরুলিয়ায় কন্টেইমেন্ট জোনের সংখ্যা যথাক্রমে ১২৭ ও ১২৩। এদিকে বুধবার পর্যন্ত গোটা দেশে ১ লক্ষ ২৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলে কেন্দ্রীয় পরিসংখ্যানে জানা যাচ্ছে। পাশাপাশি চিকিৎসার পর ছাড়া পেয়েছেন ৯৫ হাজারের বেশি মানুষ।