গণতন্ত্র লুণ্ঠিত, বাংলায় গ্রহণ লেগেছে · জেপি নাড্ডা
গণতন্ত্র লুণ্ঠিত, বাংলায় গ্রহণ লেগেছে · জেপি নাড্ডা
দিল্লিতে দলের কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধনে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। তিনি বলেন বাংলায় গ্রহণ লেগেছে। বর্তমান সরকার কুশাসনের সরকার। তাঁর আরও অভিযোগ বাংলায় কর্মসংস্থান নেই। কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না। বিজেপি এর বিরুদ্ধে লড়াই করবে বলেও মন্তব্য করেন তিনি।বাংলায় গণতন্ত্র লুণ্ঠিত। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। করোনা মোকাবিলায় এই সরকার সম্পূর্ণ ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি।
রাজ্যে বিজেপির ভিত আরও মজবুত করতে সদস্য সংগ্রহ অভিযান শুরু করল বিজেপি। যার নাম দেওয়া হয়েছে আমার পরিবার, বিজেপির পরিবার। ভার্চুয়াল অনুষ্ঠানে এর সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই কর্মসূচিতে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ৩ কোটি সদস্য সংখ্যার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
বাংলায় গণতন্ত্র লুণ্ঠিত। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। করোনা মোকাবিলায় এই সরকার সম্পূর্ণ ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি।একইসঙ্গে তিনি আশ্বাস দেন বিজেপি এই অব্যবস্থা অচিরেই দূর করে দেবে। তিনি দাবি করেন, মোদীর নেতৃত্বে এক নতুন বাংলা দেখবে পশ্চিমবঙ্গবাসী