তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে মিলল অস্ত্রভাণ্ডার
তৃণমূল প্রধানের বাড়ি থেকে উদ্ধার হল হাতকামান-সহ আগ্নেয়াস্ত্র। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলিয়াড়া গ্রামের। অভিযোগ, উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি প্রধান তসলিমা খাতুনের বাড়িতে প্রচুর অস্ত্র মজুত ছিল। রবিবার সকালে পুলিশ ও স্থানীয়রা গিয়ে সেই অস্ত্র উদ্ধার করেন। মিলেছে, ৩টি ওয়ান শটার, ৫ রাউন্ড গুলি, ১টি হাতকামান ও প্রচুর বোমা।
গত ১ অগাস্ট বেলিয়াড়া গ্রামে খুন হন প্রাক্তন পঞ্চায়েত প্রধান বাবর আলি। এই ঘটনায় অভিযোগ ছিল পঞ্চায়েতের বর্তমান প্রধান তসলিমা খাতুন ও তাঁর স্বামী রহিম মণ্ডলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ফেরার ছিলেন ২ জন। সম্প্রতি কতুলপুর থেকে রহিম মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।
রবিবার রহিম মণ্ডলের বাড়িতে হাজির হন কয়েকশ গ্রামবাসী। বাড়িতে তল্লাশি শুরু করেন তাঁরা। তখনই বাড়ি থেকে বেরোয় একাধিক আগ্নেয়াস্ত্র। এর পর খবর যায় স্থানীয় রাধানগর পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, এলাকায় সন্ত্রাস জারি রাখতে বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত করেছিলেন পঞ্চায়েত প্রধান।