তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের চার্জশিটে মুকুল রায়ের নাম না থাকার সম্ভাবনা
সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনার দেড় বছর পর আদালতে চার্জশিট পেশ করতে চলেছে সিআইডি। এই ঘটনায় দায়ের করা অভিযোগে অর্থাৎ এফআইআর –এ অভিযুক্ত ছিলেন মুকুল রায়। এব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদও করেছিলেন সিআইডি-র গোয়েন্দারা। কিন্ত চার্জশিটে নাম থাকবে তো? লাখ টাকার প্রশ্ন।
কয়েকদিনের মধ্যেই কৃষ্ণনগর মহকুমা আদালতে চার্জশিট পেশ হবে। চার্জশিটে মুকুল রায়ের নাম না থাকলেও নাম থাকছে একাধিক বিজেপি নেতার। নাম থাকছে বর্তমান সাংসদ জগন্নাথ সরকারের।
২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি নদিয়ার হাঁসখালিতে সরস্বতী পুজোর উদ্বোধনে গিয়ে আততায়ীর গুলিতে নিহত হন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। পিছন থেকে গুলি করে মারা হয়। লোকসভা নির্বাচনের আগে তখন রাজনৈতিক উত্তাপ চরমে। তার মধ্যে শাসকদলের বিধায়ককে প্রকাশ্যে খুনে সারা রাজ্যে বিতর্ক শুরু হয়। বিজেপির বিরুদ্ধে ব্যক্তিহত্যার রাজনীতি করার অভিযোগ করে তৃণমূল। বিজেপিরও পালটা দাবি ছিল, বাংলাদেশে চোরাকারবারের বখরা নিয়ে বিবাদের জেরে খুন হয়েছেন বিধায়ক। ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে দেয় নবান্ন।
এই ঘটনায় মুকুল রায়, জগন্নাথ সরকার, কার্তিক মণ্ডল, সুজিত মণ্ডল-সহ বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ তদন্ত চালায়।