দলীয় কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আজ কলকাতায় বিজেপির মৌনমিছিল
বিজেপির দাবি, তাদের কর্মীদের ওপর বর্বর আক্রমণ চালিয়েছে পুলিশ। এমনকী জলকামানের জলে মেশানো হয়েছে রাসায়নিক। এরই প্রতিবাদে আজ শুক্রবার পথে নামতে চলেছে বিজেপি।
নবান্ন অভিযানের উদ্দীপনা জিইয়ে রাখতে আজ শুক্রবার ফের পথে নামছে বিজেপি। বৃহস্পতিবার দলীয় কর্মীদের ওপর নির্মম পুলিশি হামলার অভিযোগ তুলে পথে নামছে তারা। বিজেপি নেতা সায়ন্তন বসু জানিয়েছেন, শুক্রবার কলকাতায় মৌন মিছিল করবে বিজেপি।
বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কলকাতা ও হাওড়ায়। কোথাও ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা, কোথাও পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট – পাটকেল। পালটা লাঠি চালায় পুলিশও। ছোড়া হয় জলকামান। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপিকর্মী।
বিজেপির দাবি, তাদের কর্মীদের ওপর বর্বর আক্রমণ চালিয়েছে পুলিশ। এমনকী জলকামানের জলে মেশানো হয়েছে রাসায়নিক। এরই প্রতিবাদে আজ শুক্রবার পথে নামতে চলেছে বিজেপি। সায়ন্তন জানিয়েছেন, বিজেপির রাজ্য দফতর থেকে গান্ধীমূর্তি পর্যন্ত মৌন মিছিল করবেন বিজেপি কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেবেন দিলীপ ঘোষ।