ধার্মিক মার্কিন নাগরিকরা ভোট দেবেন ট্রাম্পকেই: সমীক্ষা
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অতিধার্মিক মার্কিন ভোটাররা প্রেসিডেন্ট ট্রাম্পকেই ভোট দেবেন। মার্কিন অলাভজনক সংস্থা ‘ভোট কমন গুড’ এর এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
সমীক্ষক সংস্থাটি বলছে, ৭৯২ জন ধর্মপ্রচারক ও ৬৩৮ জন ক্যাথলিক খ্রিষ্টানের মাঝে এই জরিপ পরিচালনা করা হয়। ফ্লোরিডা, মিশিগান, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া ও উইসকনসিনে পরিচালিত এই সমীক্ষায় ২৮ শতাংশ ভোটার মনে করেন, যিশুখ্রিষ্টের ইচ্ছাতেই তাদের ট্রাম্পকে ভোট দেওয়া উচিত।
তবে ২৭ শতাশং উত্তরদাতা নিজেদের ‘সান অব গড’ হিসেবে পরিচয় দিয়ে বলেছেন, তারা বাইডেনকে বেছে নেবেন। ২৩ শতাংশ মনে করেন, ভোট দেওয়ার ক্ষেত্রে যিশুর কোনো পছন্দের ব্যাপার নেই। ২২ শতাংশ বলেছেন, তারা কাকে ভোট দেবেন তা এখনো ঠিক করেননি।
ক্যাথলিক ভোটারদের ৩৫ শতাংশ বলেছেন, বাইডেনকে তারা ভোট দেবেন। এবং এদের ২৫ শতাংশের পছন্দ ট্রাম্পকে। ৩১ শতাংশ ধর্মপ্রচারক মনে করেন, যিশুর ইচ্ছায় তারা ট্রাম্পকে ভোট দেবেন। ধর্মপ্রচারকদের ২০ শতাংশ আবার বাইডেনের পক্ষে।