+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

নয় মাসের মধ্যে মালদার গ্রাম পঞ্চায়েত ফিরে পেল বিজেপি

নিজস্ব সংবাদদাতা - August 15, 2020 10:29 am - রাজ্য

নয় মাসের মধ্যে মালদার গ্রাম পঞ্চায়েত ফিরে পেল বিজেপি

নয় মাস কাটতে না কাটতেই ফের প্রধানসহ ৩ জন তৃণমূল থেকে ফিরলেন বিজেপিতে। যার ফলে বিজেপির সংখ্যা হল ৮। ফের পঞ্চায়েতের দখল এল বিজেপির হাতে। যার জেরে ফের পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রামপঞ্চায়েত এল বিজেপির দখলে। যদিও তৃণমূলের দাবি, অপহরণ করে দলবদল করানো হয়েছে প্রধান লক্ষ্মীরাম হাঁসদাকে।
গত পঞ্চায়েত নির্বাচনে ভাবুক গ্রাম পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। ১৩ আসনের পঞ্চায়েতে ৯টি দখল করে তারা। বাকি ৪টি আসন পায় তৃণমূল। গত নভেম্বরে পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীরাম হাঁসদা-সহ ৪ জন বিজেপি সদস্য যোগ দেন তৃণমূলে। এর ফলে তৃণমূলের মোট সদস্য সংখ্যা বেড়ে হয় ৮। পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল।
নয় মাস কাটতে না কাটতেই ফের প্রধানসহ ৩ জন তৃণমূল থেকে ফিরলেন বিজেপিতে। যার ফলে বিজেপির সংখ্যা হল ৮। ফের পঞ্চায়েতের দখল এক বিজেপির হাতে।
দলবদল করে লক্ষ্মীরামবাবুর দাবি, ভুল বুঝে তৃণমূলে গিয়েছিলাম। তাই পুরনো দলে ফিরলাম। যদিও তৃণমূলের তরফে জেলা কো-অর্ডিনেটর দুলাল সরকার জানিয়েছেন, লক্ষ্মীরামবাবুকে অপহরণ করে দলবদল করিয়েছে বিজেপি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube