পশ্চিমবঙ্গ-সহ দেশের সব ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম দেখুন
সারাদেশের ২৪ টি ভুয়ো বিশ্ববিদ্যালয় চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সেগুলি স্বঘোষিত ও অস্বীকৃত বলে উচ্চশিক্ষা নিয়ন্ত্রকের তরফে জানানো হয়েছে। ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষে আছে উত্তরপ্রদেশ। সেখানে আটটি ভুয়ো বিশ্ববিদ্যালয় আছে। সাতটি ভুয়ো বিশ্ববিদ্যালয় আছে দিল্লিতে। এছাড়া পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় দুটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে। দেখে নিন দেশের সব ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম।
১) বারাণাসেয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বারাণসী (উত্তরপ্রদেশ)।
২)২মহিলা গ্রাম বিদ্যাপীঠ, এলাহাবাদ (উত্তরপ্রদেশ)
৩) ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমপ্লেক্স হোমিয়োপ্যাথি, কানপুর (উত্তরপ্রদেশ)।
৪) নেতাজি সুভাষচন্দ্র বসু ওপেন ইউনিভার্সিটি, আলিগড় (উত্তরপ্রদেশ)।
৫) উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, মথুরা (উত্তরপ্রদেশ)।
৬) মহারাণা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয়, প্রতাপগঢ় (উত্তরপ্রদেশ)।
৭) ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, নয়ডা (উত্তরপ্রদেশ)
৮) গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, এলাহাবাদ (উত্তরপ্রদেশ)।
৯) কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দায়রাগঞ্জ (দিল্লি)।
১০) ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি (দিল্লি)।
১১) রাজা আরবিক ইউনিভার্সিটি, নাগপুর (মহারাষ্ট্র)।
১২) ভোকেশনাল ইউনিভার্সিটি (দিল্লি)।
১৩) নবভারত শিক্ষা পরিষদ, রউরকেল্লা (ওড়িশা)।
১৪) এডিআর সেন্ট্রিক জুডিশিয়াল ইউনিভার্সিটি (দিল্লি)।
১৫) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (দিল্লি)।
১৬) ক্রিস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি (অন্ধ্রপ্রদেশ)।
১৭) বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট (দিল্লি)।
১৮) শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার সেকেন্ডারি (পুদুচেরি)।
১৯) সেন্ট জনস ইউনিভার্সিটি (কেরালা)।
২০) বাদাগানভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি (কর্নাটক)।
২১) নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজি (ওড়িশা)।
২২) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন, ৮০, চৌরঙ্গী রোড, কলকাতা-২০ (পশ্চিমবঙ্গ)।
২৩) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, ৮-এ ডায়মন্ড হারবার, বিল্টেক ইন, ২৪ ফ্লোর, ঠাকুরপুকুর, কলকাতা – ৬৩ (পশ্চিমবঙ্গ)।
২৪) আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, রোহিনী (দিল্লি)।