পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লাখ, রবিবার ভাইরাসের বলি ৬০
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লাখ। রবিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৮৫ জন রাজ্যবাসী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন মোট ২৯৪৬ জন। এদিনও সুস্থতার হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৬৭ শতাংশ।
এদিকে, রবিবার করোনায় আক্রান্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৭ জন কলকাতার আর ১০ জন দক্ষিণ ২৪ পরগনার। একদিনে মৃতের সংখ্যা কিছুটা কমেছে উত্তর ২৪ পরগনায়। এদিন এই জেলার ৫ জন প্রাণ হারিয়েছেন। আবার গত ২৪ ঘণ্টায় হাওড়ার ৯ জন বাসিন্দার মৃত্যু হয়েছে।
এদিন কলকাতার ৬১৫ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর সুস্থ হয়েছেন ৫৭৯ জন। ওদিকে, উত্তর ২৪ পরগনার মোট ৬৭০ জন বাসিন্দা গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন মাত্র ৫৩৪ জন।
রবিবার করোনা পরীক্ষা করা হয়েছে মোট ৪৩ হাজার ৬১৮টি নমুনার। আর তার মধ্যে পজিটিভ হয়েছে ৭.৯৮ শতাংশ। এখন পর্যন্ত মোট ৩০ লক্ষ ৯৮ হাজার ৬৫৭টি নমুনা করোনার জন্য পরীক্ষা করা হয়েছে পশ্চিমবঙ্গে।