পশ্চিমবঙ্গে বাড়ছে সংক্রমণ, কাটছে না আশঙ্কা
বুধবার পশ্চিমবঙ্গে ৩,১০৭ জন নতুন করোনা রোগীর খোঁজ মিলেছে। সেরে উঠেছেন ২,৯৬৭ জন। মৃত্যু ৫৩ জনের।
বেশ কয়েকদিন নিয়ন্ত্রণে থাকার পর পশ্চিমবঙ্গে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণের হার। সোম ও মঙ্গলের পর বুধবারও রাজ্যে সুস্থতাকে ছড়িয়ে গেল নতুন আক্রান্তের সংখ্যা। যাতে বেশ উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।
আগস্ট মাসের শেষ থেকে পশ্চিমবঙ্গে নতুন আক্রান্তের থেকে সুস্থতার হার বেশি ছিল। কিন্তু সোমবার থেকে ফের ধীরে ধীরে বাড়ছে সংক্রমণ। পর পর ৩ দিন তিন হাজার পার করেছে সংক্রমণের সংখ্যা। কিন্তু তিন হাজার ছুঁতে পারেনি সুস্থতা।
বুধবার পশ্চিমবঙ্গে ৩,১০৭ জন নতুন করোনা রোগীর খোঁজ মিলেছে। আর সেরে উঠেছেন ২,৯৬৭ জন, মৃত্যু ৫৩ জনের।
এর ফলে পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১,৯০,০৬৩। আর মোট সুস্থতা ১,৬২,৯৯২। যার ফলে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৫.৭৬ শতাংশ মোট মৃত্যু হয়েছে ৩,৭৩০ জনের। পশ্চিমবঙ্গে বুধবার করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন ২৩,৩৪১ জন।