পুলিশকে দেখে পুলিশের বউও হাসে, বলে ইউনিফর্ম ছেড়ে আমার শাড়ি পরো: দিলীপ ঘোষ
তিনি দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে ততই বাড়ছে তাঁর জিভের ধার। একই জিভে একাধারে আক্রমণ করছেন শাসকদল তৃণমূলকে, অন্যদিকে তাঁর নিশানায় পুলিশ – প্রশাসনের কর্তারা। ভাষার ভারসাম্য হারানোর অভিযোগও উঠছে তাঁর বিরুদ্ধে। যেমন শনিবার উঠল উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায়। এদিন সকালে চায়ের আসরে সেখানে পুলিশকে আক্রমণ করলেন দিলীপবাবু।
এদিন দিলীপ ঘোষ বলেন, ‘যতগুলো ওসি, সবচেয়ে বড় চামচা। ওসি আইসি এদের মেরুদণ্ড নেই। এদের বউও হাসে এদের অবস্থা দেখলে। বলে যে, তুমি আমার শাড়িটা পরে যাবে, তুমি ইউনিফর্ম পরবে না।‘
তাঁর কথায়, ‘আমি দাঁড়িয়ে বলছি চোখে চোখ রেখে। কোনও বাপের ব্যাটা পুলিশ দাঁড়িয়ে থাকলে আমার কথার প্রতিবাদ করুক। আমার দুঃখ হয় পুলিশকে দেখলে, লজ্জা হয়। চাকরি ছেড়ে দিয়ে সবজি বিক্রি করুন। কমপক্ষে আপনার ছেলে বলতে পারবে, আমার বাবা সবজির ব্যবসা করে।‘
বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে তত তৃণমূলের পাশাপাশি পুলিশের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। তাদের অভিযোগ, শাসকদলের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ও বিরোধী দলগুলির ওপর অত্যাচার চালাচ্ছেন পুলিশকর্মীরা। ক্ষমতায় এলে পুলিশকর্মীদের চামড়া ছাড়িয়ে নেওয়ার হুমকিও দিয়ে রেখেছেন তিনি।