+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

প্রথম ভারতীয় হিসেবে বিরাট পেরোলেন মাইলস্টোন

নিজস্ব সংবাদদাতা - October 6, 2020 12:08 am - খেলা

প্রথম ভারতীয় হিসেবে বিরাট পেরোলেন মাইলস্টোন

মাত্র ১০ রান দরকার ছিল। মাত্র পাঁচ বল খেলেই সেই রান করে ফেললেন। আর সেই রানের সঙ্গে অভাবনীয় নজির গড়লেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ৯,০০০ রানের মাইলস্টোন পার করলেন তিনি।

সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে ২৭০ ইনিংসে বিরাট করেছিলেন ৮,৯৯০ রান। গড় অবিশ্বাস্য ৪১.০৫ এবং স্ট্রাইক রেট ১৩৪.২৫। একইসঙ্গে পাঁচটি শতরান এবং ন’টি অর্ধশতরান হাঁকিয়েছেন (৪.১ ওভার পর্যন্ত)। সর্বশেষ অর্ধশতরান এসেছিল শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই। সেই ম্যাচে ৫৩ বলে ৭২ রান করেছিলেন বিরাট।

দুবাইয়ে নেমেই প্রথম বলে চার মারেন বিরাট। তখনই বুঝিয়ে দেন, সেই অভাবনীয় মাইলস্টোন দ্রুত পেরিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। তারপর ৪.১ ওভারে হর্ষল প্যাটেলের বলে লেগ সাইডে ফ্লিক করেন কোহলি। তা শর্ট ফাইন লেগের বাউন্ডারিতে চলে যায়। সেই মাইলস্টোন পার করলেও বিরাটকে উচ্ছ্বসিত দেখায়নি। কারণ দিল্লির বিরুদ্ধে চাপে রয়েছে তাঁর দল। তাই আপাতত বিরাটের একটাই লক্ষ্য, দলকে বিপদ থেকে বের করে নিয়ে এসে ম্যাচ জেতানো।

প্রথম ভারতীয় হিসেবে সেই মাইলস্টোন পার করলেও বিশ্বে কোহলির আগে আরও ছ’জন টি-টোয়েন্টিতে ৯,০০০ বা তার বেশি রান করেছেন


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube