ফুলবাগান মেট্রো স্টেশন চালু হওয়ার মিললো না ছাড়পত্র
কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকেই ফুলবাগান মেট্রো চালুর নির্দেশ দেওয়া হয়েছিল ১৭ সেপ্টেম্বর। এরপরেই সেই মতোই কাজ চলছিল। সব ধরনের যাত্রী সুরক্ষার কাজ । তবে কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ১৬ তারিখের মধ্যে যাত্রী সুরক্ষার কাজ শেষ না হলে , ফের এই অনুমতি নিতে হবে। এবার সেই অবস্হার মুখোমুখি হোল ফুলবাগান মেট্রো। কারণ সবার আগে যাত্রী সুরক্ষা আর সেই কারণেই এই ফুলবাগান মেট্রো চালুতে বাধা। আসলে আগামীকাল সোমবার নোয়াপাড়া ও কবি সুভাষ মেট্রো স্টেশন চালু হতে চলেছে, যা কিনা সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চালু থাকবে।
আর সেই কারণেই এবার নতুন করে মেট্রো স্টেশন চালু করা সম্ভব নয়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই ফুলবাগান মেট্রো স্টেশন এখনই চালু করা যাচ্ছে না। তাই আবার ছাড়পত্র নিয়েই মেট্রো চালু করা সম্ভব হবে। এই ফুলবাগান মেট্রো স্টেশন অনেক দিন আগেই অনুমোদন পেয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটির। আর সেই কারণেই জোর কদমে কাজ হচ্ছিল। কারণ তিনদশক পরে মহানগরে চালু হবে মাটির নীচে মেট্রো স্টেশন। সল্টলেক থেকে ফুলবাগান দূরত্ব ১.৬ কিমির মতো।
এখন সব ঠিকঠাক চললে মনে করা হচ্ছে নতুন অনুমতি নিয়ে পুজার আগেই চালু করা যাবে ফুলবাগান মেট্রো।