বাংলায় একদিনে করোনা আক্রান্ত প্রায় তিন হাজার
একদিনে রাজ্যে করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৪৯৭ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৬১৭ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে ৭৩.২৫ শতাংশ।
বাংলায় করোনার প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৭ জন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭ হাজার ৩২৩। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৬ হাজার ৪৪৭। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
এদিকে, একদিনে রাজ্যে করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৪৯৭ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৬১৭ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে হল ৭৩.২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫৬ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ২২৫৯।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ হাজার ৫৯৮। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৪২৭), হাওড়া (১৯৯৪), দক্ষিণ ২৪ পরগনা (২০২১), হুগলি (১২৪৮), পূর্ব মেদিনীপুর (১২২২)।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ৩০ হাজার ৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১২ লক্ষ ১৬ হাজার ৯৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে ৮৪টি করোনা হাসপাতাল রয়েছে। এ রাজ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ২৯, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। মোট কোভিড বেডের সংখ্যা ১১ হাজার ৭৭৫, মোট আইসিউ বেডের সংখ্যা ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭১৫টি।