বাবরি মসজিদ ধ্বংসে আডবানি-সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে মামলায় সেপ্টেম্বরের মধ্যে রায় দিতে হবে : সুপ্রিম কোর্ট
চিত্র সৌজন্যে: Britannica
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর জোশী এবং উমা ভারতী সহ অন্যান্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলার শুনানি শেষ করে রায় দিতে হবে। এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
গত মে মাসে বিশেষ আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদবকে ৩১ অগস্টের মধ্যে রায় দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তারপর বিচারক যাদবের রিপোর্ট বিবেচনা করে বিচারপতি আর নরিম্যানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সেই মেয়াদ একমাস বাড়িয়েছে। সেই রিপোর্ট বিচারক যাদব জানিয়েছিলেন, শুনানি পর্ব একেবারে শেষ পর্বে আছে।