বিজেপি-তে পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়, ব্রাত্য তথাগত রায়
বিজেপিতে যোগদানের ১ বছরেরও বেশি সময় পর অবশেষে পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়। তাঁকে রাজ্য কর্মসমিতির স্থায়ী আমন্ত্রিত সদস্য করেছে বিজেপি। আগামী ১০ সেপ্টেম্বর রাজ্য কর্মসমিতির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিজেপির রাজ্য কর্মসমিতির সদস্য ও আমন্ত্রিত সদস্যদের নাম ঘোষণা করেছে বিজেপি। তাতে আমন্ত্রিত সদস্যদের ভাগ করা হয়েছে ২ ভাগে। স্থায়ী আমন্ত্রিত সদস্য ও বিশেষ আমন্ত্রিত সদস্য। দলের বহু নবীন-প্রবীণ জায়গা পেয়েছেন এই তালিকায়। তার মধ্যে রয়েছেন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত। রয়েছেন রন্তিদেব সেনগুপ্ত, অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়, ফুটবলার ষষ্ঠী দুলে প্রমুখ।
রাজ্য কর্মসমিতির স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসাবে জায়গা পেয়েছেন বীরভূম জেলায় বিজেপির প্রাক্তন সভাপতি দুধকুমার মণ্ডল, রয়েছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি শঙ্কুদেব পণ্ডা প্রমুখ।
এছাড়া রাজ্য কর্মসমিতির সদস্য হয়েছেন বসিরহাটের প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য, দমদমের প্রাক্তন সাংসদ প্রয়াত তপন শিকদারের ভাইপো সৌরভ শিকদার। বিজেপিতে যোগদান করেই রাজ্য কর্মসমিতির সদস্যপদ পেয়েছেন জ্যোতির্ময়ী শিকদার। তবে ২৩০ জনের তালিকায় নাম নেই তথাগত রায়ের।