বিজেপিতে ‘মিলে গেল’ দুই মেরু, মুকুলের সঙ্গে হাত মেলালেন দিলীপ ঘোষ
জে পি বাড্ডা র এক ফোনে বিজেপির প্রচারে দিলীপ ঘোষের সংগে হাত মেলালেন মুকুল রায়।
অপর দিকে,খোদ রাজ্য বিজেপির সভাপতি বললেন, মুকুল দার সঙ্গে বনিবনার কোনও অভাব নেই। দলে গোষ্ঠী আসলে মিথ্যা প্রচার।
বিজেপির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, করোনা, আমফান, রেশন দুর্নীতি নিয়ে এই মুহূর্তে ‘ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস।
২০২১-এর নির্বাচনের আগে দলে দিলীপ-মুকুল দ্বন্দ্বে ভাবমূর্তি নষ্ট হচ্ছে গেরুয়া ব্রিগেডের। ঘাসফুল থেকে বিজেপিতে আসা মুকুলের অনুগামীরা দ্বিধাগ্রস্ত। আর এরই সুযোগ নিচ্ছে তৃণমূল কংগ্রেস। কেও কেও পুরনো ঘরে ফিরে গেছে বা যাবার জন্য পা বাড়িয়ে আছে। বিপ্লব মিত্র ও হুমায়ূন কবীর ইতিমধ্যে ফেরত এসেছে তৃণমূলে। চিন্তায় আছে বিজেপির অন্দরমহল। এই চলে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে, তবে কি মুকুল রায় কে কোণঠাসা করে রাখার জন্য এরা দ্বিধাগ্রস্ত হয়ে আবার ফিরে যাচ্ছে পুরানো দলে? বিষয়টা বুঝতে পেরেই মুকুল রায় নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন রাজ্য় বিজেপির রাজ্য সভাপতি।
আমার পরিবার, বিজেপি পরিবার’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনের পর দিলীপ ঘোষ বলেন, ‘কিছুদিন ধরেই এ সব নিয়ে মিথ্যা প্রচার চলছে। দলে কোনও বনিবনার অভাব নেই। মুকুলদার সঙ্গেও না। সব ঠিক আছে।’ যদিও সাম্প্রতিক বিভিন্ন ঘটনা অন্য কথা বলে। সাংবাদিকরা দলে মুকুলের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, দলে যোগ্যতা প্রমাণ দিতে হয়। নাম না করে মুকুল রায় দলে যোগ্যতার প্রমাণ দিতে পারেননি বলেই উল্লেখ করেছিলেন মেদিনীপুরের সংসদ। কিন্ত দলের কেন্দ্রীয় সভাপতি বলেছেন মানে হুকুম দিয়েছেন। অতএব মানতেই হবে। ভোট যে দোরগোড়ায় কড়া নাড়ছে।