বিশ্বভারতীকাণ্ডে কড়া অবস্থান হাইকোর্টের
বিশ্বভারতীকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সেই মামলাতেই কীভাবে বহিরাগতরা বিশ্বভারতীর ক্যাম্পাসের ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে, তা বিস্তারিত প্রধান বিচারপতিকে জানালেন মামলাকারী। একইসঙ্গে দাবি জানালেন ঘটনার সঠিক তদন্ত করা হোক।
এছাড়া বিশ্বভারতীকাণ্ডে হাইকোর্টের নজরদারিতে একটি বিশেষ কমিটি গঠন করা হোক বলে দাবি জানিয়েছেন মামলাকারী। প্রসঙ্গত, যাদবপুরে বহিরাগতদের ঢুকে হামলায় নির্দেশিকা দিয়েছিল হাইকোর্ট। এরপরেও রয়েছে পরিবেশ আদালতের নির্দেশিকা। কিন্তু তারপরেও বিশ্বভারতীতে কীভাবে এমন ঘটনা ঘটল? পুলিশের ভূমিকা নিয়েও আদালতে প্রশ্ন তুলেছেন মামলাকারী। এই মামলায় বিশ্বভারতী সহ কেন্দ্রীয় সরকার ও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও পার্টি করার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, এই মামলায় আগামী শুক্রবার আইনজীবীদের হাজির হওয়ার জন্যও আদালত নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, ১৭ অগাস্ট পৌষমেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে উত্তাল হয় বিশ্বভারতী। ভাঙচুর হয়। লুঠপাটও চালানো হয়। উত্তাল হয় সারা বাংলা।