বুধবার সাড়ে বারোটা নাগাদ অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দিরের ভূমিপূজো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে।
বুধবার সাড়ে বারোটা নাগাদ অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দিরের ভূমিপূজো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। তার আগের দিন আজ রাম মন্দিরের নকশা অর্থাৎ কেমন হবে মন্দির তা প্রকাশ করেছেন যোগীর উত্তরপ্রদেশ সরকার।
নয় দশকে যে মন্দিরের নকশা তৈরি হয়েছিল তার সঙ্গে আজকের নকশার অনেক তফাৎ। বড়ও বটে। ছটি ভাগে বিভক্ত রাম মন্দিরের নীচে আছে গর্ভগৃহ। সেখানে রামলালা বিরাজ করবেন। তার সামনে থাকবে বড় মণ্ডপ। ডানদিকে প্রার্থণা মণ্ডপ আর বামদি কোক কীর্তন মণ্ডপ। এছাড়া থাকছে গুড় মণ্ডপ, নৃত্য মণ্ডপ। আর রঙ্গ মণ্ডপ দিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হবে।
মোট পাঁচটি গম্বজবিশিষ্ট হবে এই মন্দির। রাম মন্দির তৈরি হবে জয়পুর এর গোলাপী পাথর দিয়ে। তাতে খোদাই করা থাকবে প্রাচীন হিন্দু সভ্যতা ও সংস্কৃতি নিয়ে নিখুঁত কাজ। উত্তর ভারতের স্থাপত্যশৈলীতে তৈরি হবে এই মন্দির। ১৬১ফুট উঁচু এই মন্দিরের দৈর্ঘ্য ৩৬০ ফুট, আয়তনে ২.৭৭ একর। বিশেষকরে আয়ুর্বেদিক গাছ দিয়ে সাজান হবে মন্দিরের চারদিক।