ব্রাহ্মণ ভাতা নিয়ে তীব্র আক্রমণ রাহুল সিনহার
ব্রাহ্মণ ভাতার নামে প্রতারণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ৮ লক্ষ ব্রাহ্মণের মধ্যে ৮,০০০ ব্রাহ্মণ বাছল কে? এটা ভোটের আগে দলীয় কর্মীদের নির্বাচন ভাতা পাইয়ে দেওয়ার ব্যবস্থা নয় তো?’ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরোধিতা করে এমনই সব প্রশ্ন তুললেন বিজেপি নেতা রাহুল সিনহা। সঙ্গে মুখ্যমন্ত্রীকে তাঁর কটাক্ষ, মরণ কালে হরির নাম করছেন মমতা।
এদিন রাহুলবাবু বলেন, ‘আমি হলফ করে বলতে পারি, ভোটের আগে এটা রাজ্য সরকারের প্রতারণা ছাড়া আর কিছু নয়। ৫ মাস ভাতা দিয়ে উনি ভোট বৈতরণী পার করবেন বলে ভেবেছেন। কিন্তু তা হবে না।’
বিজেপি নেতার দাবি, ‘ইমাম ভাতা দেওয়ার সময় বাছাবাছি করা হয়নি। তাহলে ব্রাহ্মণ ভাতা দেওয়ার সময় বাছবিচার কেন? ভাতা দিলে সমস্ত ব্রাহ্মণকে দিতে হবে।’ সঙ্গে মমতাকে তাঁর কটাক্ষ, ‘মরণ কালে হরির নাম করছেন উনি।’
রাহুল সিনহার দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা করে কারও মন জয় করতে পারবে না। কারণ মানুষ বুঝে গিয়েছে তৃণমূল মানে বিনাশ।’