ভোট প্রক্রিয়া নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল দেশের নির্বাচন কমিশন
বছর ঘুরলেই এই রাজ্যে বিধানসভা নির্বাচন। ২০২১ সালের নির্বাচন রাজ্যে একটা বড় ইস্যু। একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বার ক্ষমতায় আসার বিষয়। অন্যদিকে বিজেপি’র ক্ষমতা দখলের চেষ্টা। এই পরিস্থিতিতে জনগণ কার সঙ্গে থাকে সেটাই দেখার। এই রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যোগ হয়েছে করোনা সংক্রমণ। তাই গোটা ভোট প্রক্রিয়া নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল দেশের নির্বাচন কমিশন। ৯ তারিখ সোমবার এই বৈঠক ডাকা হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ঠিক তারপরের দিন জেলা আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন। কারণ জেলার কি পরিস্থিতি তা তিনি সরেজমিনে জেনে নিতে চান। সেখানে কোভিড তথ্যের পাশাপাশি জেলার রাজনৈতিক সমীকরণও জেনে নেবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে তার আগে সর্বদলীয় বৈঠকের রিপোর্টও জেনে নেবেন তিনি।
এই বিষয়ে এক আধিকারিক জানান, ‘এই জেলা আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকতে পারেন দিল্লি থেকে নির্বাচন কমিশনের এর প্রতিনিধিও। বৈঠকটি হবে ১০ নভেম্বর মঙ্গলবার। আর সর্বদলীয় বৈঠকটি হবে সোমবার ৯ তারিখে। করোনা আবহে নির্বাচন করার পরিস্থিতি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।’
উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচন এই সপ্তাহে শেষ হয়ে যাবে। তাই তারপরে পাখির চোখ হচ্ছে বাংলার নির্বাচনে। কারণ আর কয়েক মাস পরই বাংলায় বিধানসভা নির্বাচন হবে। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে চাইছে নির্বাচন কমিশন। বিহার মডেল বাংলার নির্বাচনে অনুসরণ করা হবে বলেও খবর। কারণ করোনা পরিস্থিতিতে বিহারে নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।