+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

মহালয়ায় বাংলায় ট্যুইট করে শুভেচ্ছা জানালেন অমিত শাহ

নিজস্ব সংবাদদাতা - September 18, 2020 11:26 pm - রাজ্য

মহালয়ায় বাংলায় ট্যুইট করে শুভেচ্ছা জানালেন অমিত শাহ

ভোট বড় বালাই

মহালয়ায় বাংলায় ট্যুইট করে শুভেচ্ছা জানালেন অমিত শাহ

 

পাখির চোখ ২০২১ বিধানসভা ভোট ৷ পশ্চিমবঙ্গে যে ভোট আসতে দেরি নেই তা রাজনৈতিক ময়দানের নেতা-নেত্রীদের উৎসাহ দেখেই বোঝা যাচ্ছে ৷ বাংলার মন জয় করতে এবার বাংলাভাষার শরণ নিলেন অমিত শাহ ৷ মহালয়ায় দেবীপক্ষের শুরুতেই ‘বাঙালি ভাইবোনদের’ বাংলায় ট্যুইট করে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

এদিন সকালে ট্যুইটে অমিত শাহ লেখেন, ‘শুভ মহালয়ার প্রীতি ,শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমার সারা বিশ্বের সকল বাঙালি ভাই-বোনদের । মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ।’

বাংলা ভাষা ও বাঙালির রবীন্দ্রনাথ নিয়ে বিজেপির মধ্যে সম্প্রতি বেশ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে ৷ এর আগে পয়লা বৈশাখে বাংলায় ট্যুইট করে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলায় মহালয়ার শুভেচ্ছার পিছনেও যে ভোট রাজনীতি কাজ করছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷ বাঙালির জাত্যাভিমানকে ছুঁতেই বিজেপি শিবিরের তরফে এমন মিথ্যা প্রচেষ্টা বলে অভিযোগ করেছেন বিরোধীরা বিশেষ করে তৃণমূলীরা ৷ যদিও এই জল্পনা সম্পূর্ণ নস্যাৎ করে বঙ্গ বিজেপির নেতারা অমিত শাহের বাংলা ট্যুইটের ব্যাখাও দিয়েছেন ৷ তাদের মতে, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সমস্ত ভাষাকেই তিনি সমানভাবে শ্রদ্ধা করেন । শুধু বাংলাতেই কেন, বিহু উৎসবের দিন অহমিয়া ভাষাতেও ট্যুইট করেছিলেন শাহ। এর সঙ্গে ভোটের রাজনীতির কোনও সম্পর্ক নেই। প্রসঙ্গত, তর্পনের জন্য বিজেপির তৈরি মঞ্চ ভেঙে দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের তৃণমূল সরকারের সঙ্গে নতুন করে সংঘাত তৈরি হয়েছে বিজেপির ৷ অনুমতি নিয়ে তৈরি হয়নি মঞ্চ, এই অভিযোগে বাগবাজার ঘাটে বিজেপির তৈরি করা তর্পণ মঞ্চ ভেঙে দেয় কলকাতা পুলিশ।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube