মুকুল রায় হল বাংলায় ‘ভাঙন’-রাজনীতির জনক, এবার কি হয় দেখা যাবে অমিত শাহের সফরে
মুকুল রায় বাংলায় ‘ভাঙন’ রাজনীতির জনক বলা যায়। তিনিই কংগ্রেসকে ভেঙে তছনছ করে দিয়ে বাংলায় তৃণমূলের উত্থান ঘটিয়েছিলেন। আবার সেই তিনিই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের পতনের কারণ হবেন। তৃণমূলকে ভেঙেই তিনি বিজেপিকে শক্তিশালী করে তুলবেন। ঠিক যেমন ২০১৯-এ করেছিলেন। ২০২১-এর তার পুনরাবৃত্তি চাইছে বিজেপি!
পুজোর আগেই অমিত শাহ আসছেন বাংলায়। তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন। তাঁর এই সফরের চমক হিসেবে কোনও বড় যোগদান হতে পারে। এবার দিল্লিতে মুকুল রায়কে অভূতপূর্ব মর্যাদা দেওয়া হয়েছে গুরুত্বের পদ দিয়ে। এবার মুকুল রায় তাই তোফা দিতে পারেন অমিত শাহকে। সেই আঙ্গিকে কোনও হেভিওয়েট তৃণমূল নেতার যোগদান হতে পারে অমিতের সফরে।
মুকুল রায় বিজেপিতে সহসভাপতির আসন পাওয়ার পর অনেক তৃণমূল নেতা এবং বিধায়ক বেসুরো গাইতে শুরু করেছেন। তাঁরা অনেকেই মুকুল-ঘনিষ্ঠ। তাঁরা মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও সম্প্রতি চর্চা চলছে। এমনও জল্পনা চলছে যে, ইতিমধ্যে মুকুল রায় একটি তালিকা করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন।