মুকুলের খেলা শুরু, একুশের লক্ষ্যে মোক্ষম ‘জবাব’ প্রশান্ত কিশোরকে
২০২১-এ বাংলায় তৃণমূল বনাম বিজেপির লড়াইটা কার্যত এখন হয়ে গিয়েছে মুকুল রায় বনাম প্রশান্ত কিশোরের। তৃণমূল ছেড়ে মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর যে ভাঙন ধরিয়েছিলেন, তা তৃণমূলের ভোট কৌশলীর দায়িত্ব নিয়ে রুখে দেন প্রশান্ত কিশোর। তারপর থেকে মুকুল রায় প্রায় নির্লিপ্ত ছিলেন। এবার গুরুত্বের পদ পেয়ে খেলা শুরু করে দিলেন তিনি।
মুকুলের খেল শুরু, একুশের লক্ষ্যে ট্র্যাকে ফিরেই মোক্ষম ‘জবাব
মুকুল ফের জেগে উঠেছেন
তৃণমূল বনাম বিজেপির দল ভাঙানোর প্রথম লেগের খেলায় তো জয় হয়েছে প্রশান্ত কিশোরের। দ্বিতীয় লেগের খেলায় কী হবে, তা নিয়েই টানটান উত্তেজনা। এতদিন বিজেপিতে মুকুল রায় ছিলেন নিষ্ক্রিয়। কিন্তু ২০২১-এর আগে মুকুল রায় কেন্দ্রীয় সহসভাপতির গুরুত্বশালী পদ পাওয়ার পর ফের জেগে উঠেছেন।
প্রশান্ত কিশোর এতদিন একাই ছড়ি ঘুরিয়েছেন, এবার খেলা মুকুল রায়ের
এতদিন একতরফা প্রশান্ত কিশোরের কৌশলে তৃণমূল শক্তি বাড়িয়ে চলছিল। দিলীপ ঘোষের গড়ে পর্যন্ত প্রত্যাঘাত করেছে তৃণমূল। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরওয়াপসির ডাক দেওয়ার পর বিজেপি ছেড়ে অনেকেই তৃণমূলে ফিরেছেন। প্রথম থেকেই বিজেপিতে রয়েছেন এমনও অনেকে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।
এবার বিজেপিতে গুরুত্ব আসন পেয়ে মুকুল রায় ফের ২০১৯-এর খেলা শুরু করে দিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মুকুল রায়ই একমাত্র পারেন তৃণমূল ভেঙে ফের বিজেপির পালে হাওয়া বইয়ে দিতে। সেইমতোই পরিকল্পনা করছেন মুকুল রায়। বিজেপিও তাঁকে এই কারণেই গুরুত্বের পদ দিয়েছে।
মুকুল পুরনো যোগাযোগ কাজে লাগাতে শুরু করেছেন
বিজেপির কাছে তিন বছর পর মর্যাদা ফিরে পেয়ে মুকুল রায় এবার তাঁর পুরনো যোগাযোগ কাজে লাগাতে শুরু করেছেন। ফের তৃণমূলের গুরুত্ব না পাওয়া নেতাদের দলে ভিড়িয়ে তিনি প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছেন। যেভাবে তিনি বিজেপিতে ২০১৯-এর সাফল্য এনে দিয়েছিলেন একই পন্থা নিয়েছেন তিনি।
মালদহে বিজেপি সাংসদ খগেন মু্র্মুর হাত ধরে বিজেপিতে নাম লিখেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুশীলচন্দ্র রায়। খগেন মুর্মু বিজেপিতে মুকুল রায়ের ঘনিষ্ঠ। এই যোগদানের পিছনেও মুকুল রায়ের ভূমিকা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রামনগরেও দিলীপ ঘোষের হাত ধরে প্রাক্তন সিপিএম বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন।
বিজেপি ২০২১-এর লক্ষ্যে ময়দানে
মোট কথা, বিজেপি ২০২১-এর লক্ষ্যে দলবদল প্রক্রিয়া শুরু করে দিয়েছে। একেবারে হিসেবে কষে দলবদল করানো হচ্ছে। যাঁদের এলাকায় টিকিট দেওয়া যেতে পারে এমন নামই বাছছেন মুকুল রায়-দিলীপ ঘোষরা। সেইমতোই দল ভারী করা হচ্ছে। যেমন নিশীথ প্রামাণিক, সৌমিত্র খান, অনুপম হাজরা, অর্জুন সিংদের তৃণমূল থেকে নিয়ে এসে গতবার প্রার্থী করা হয়েছিল।
মুকুল রায়ের এই খেলা শুরু পর রাজনৈতিক মহলে জল্পনার পারদ বাড়ছে। মূলত দুটি জল্পনা। এক, মুকুল রায়ের সঙ্গে কাদের যোগাযোগ রয়েছে। বিশেষ করে কোন কোন তৃণমূল নেতা বা বিধায়কের যোগ রয়েছে। আর দ্বিতীয় জল্পনা, প্রশান্ত কিশোরকে কি তাঁদের ধরে রাখতে পারবেন। পারবেন মুকলের গেমপ্ল্যান ভেঙে চুরমার করে দিতে!