+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

যারা ইতিহাস ভুলে যায় তাদের ভবিষ্যৎ কখনো উজ্জ্বল হতে পারে না, বিস্ফোরক মন্তব্য শুভেন্দু

নিজস্ব সংবাদদাতা - September 23, 2020 12:04 pm - রাজ্য

যারা ইতিহাস ভুলে যায় তাদের ভবিষ্যৎ কখনো উজ্জ্বল হতে পারে না, বিস্ফোরক মন্তব্য শুভেন্দু

নন্দীগ্রামে জমিরক্ষা আন্দোলনের ‘শহিদ নিশিকান্ত মণ্ডলে’র স্মরণসভায় বিস্ফোরক বিশিষ্ট তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নাম না করে ফের একবার তিনি তোপ দাগলেন শীর্ষনেতৃত্বের দিকে। যা নিয়ে ফের একবার শুরু হোল জল্পনা।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের সোনাচূড়ায় নিশিকান্তবাবুর স্মরণসভায় যোগ দিতে যান শুভেন্দু। সেখানে নন্দীগ্রাম আন্দোলনে তাঁর অবদান স্মরণ করেন তিনি। বলেন, ‘আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন সাংসদ ছিলাম না। ছিলাম দক্ষিণ কাঁথির বিধায়ক। নিশিকান্তবাবু আমাকে হাত ধরে জমি আন্দোলনের বীজ বপন করেছিলেন।’

এরপরই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু। বলেন, ‘যাঁরা ইতিহাস ভুলে গিয়েছে, তাদের ভবিষ্যৎ কখনো উজ্জ্বল হতে পারে না।’

বলে রাখি, রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। তবে নিজে মুখে এব্যাপারে কখনো কিছু বলেননি তিনি। বেশ কিছু দিন ধরে তাঁর তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যেমন, সম্প্রতি শুভেন্দুর বেশ কিছু কর্মসূচিতে তৃণমূলের প্রতীক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যায়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অধিক প্রাধান্য দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে ক্রমশ।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube