+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

রান্নাপুজোর আগেই পশ্চিমবঙ্গে ঢুকল ১২ মেট্রিক টন পদ্মার ইলিশ

নিজস্ব সংবাদদাতা - September 16, 2020 9:45 am - রাজ্য

রান্নাপুজোর আগেই পশ্চিমবঙ্গে ঢুকল ১২ মেট্রিক টন পদ্মার ইলিশ

‌বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো। তার ঠিক আগেরদিন রাতে রান্না পুজো উপলক্ষে বাঙালির বাড়িতেই ইলিশের পদ রাখতেই হয়। এমন সময় বাংলাদেশ রাখল তার প্রতিশ্রুতি। সোমবার পেট্রাপোল সীমান্ত থেকে ওপার বাংলা থেকে এপারে এল ১২ মেট্রিক টন পদ্মার ইলিশ। আরও ১৪৩৮ মেট্রিক টন বাংলাদেশি ইলিশ ধাপে ধাপে ঢুকবে পশ্চিমবঙ্গের বাজারে। বোঝাই যাচ্ছে, এবার পেটপুজোয় পাতে পদ্মার ইলিশে জমে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।

এর আগের বছর ঠিক পুজোর আগেই ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠায় বাংলাদেশ। এবার তার পরিমাণ ১৪৫০ মেট্রিক টন। ব্যবসায়ীদের লাগাতার আবেদনের ভিত্তিতে ইলিশ রপ্তানির বিশেষ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। লকডাউনের জেরে নদীপথ পরিষ্কার থাকায় এবং বেশ ভাল পরিমাণ বৃষ্টিপাত দেখে পশ্চিমবঙ্গে এবার বেশ ভাল পরিমাণ ইলিশ ধরা পড়বে বলে অনুমান করেন বিশেষজ্ঞরা। কিন্তু সেরকম ইলিশ এবার ওঠেইনি নদী থেকে। বাজারেও যা পাওয়া যাচ্ছে তার অনেক দাম। কিন্তু এবার পদ্মার ইলিশে পাত পড়বে শুনে চাহিদা মিটবে অনেকেরই।

জানা গিয়েছে, অন্যান্য বছরের তুলনায় বাংলাদেশে এবার প্রচুর ইলিশ ধরা পড়েছে। পদ্মা, মেঘনা ও যমুনা কোনও নদীই নিরাশ করেনি। বাংলাদেশের বাজারে এবার ইলিশের দামও খুব কম। ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে এক কেজি ওজনের ইলিশ বিকোচ্ছে। এর কম ওজনের ইলিশের দাম বাংলাদেশী টাকায় ৬০০ টাকার আশপাশে। জানা গিয়েছে, আরও ভাল দাম পাওয়ার আশায় রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ইলিশ রপ্তানি করতে অনুমতি বাংলাদেশের ৯ রপ্তানিকারকের।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube