+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

লক্ষ্য আসন্ন নির্বাচন, বিহারে মোদির ৯০০ কোটির তিনটি প্রকল্প উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা - September 13, 2020 11:29 pm - দেশ

লক্ষ্য আসন্ন নির্বাচন, বিহারে মোদির ৯০০ কোটির তিনটি প্রকল্প উদ্বোধন

বিহারের নির্বাচন আসন্ন। নির্বাচনে বাজিমাত করতে তুরুপের তাস হিসেবে নীতীশ কুমার এর রাজ্যে পেট্রোলিয়াম ক্ষেত্রের তিনটি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি। বিহারের এই তিনটি বড় প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানালেন, এ প্রকল্পের ফলে দেশে পেট্রোলিয়াম ক্ষেত্রে উন্নতি হবে। পাশাপাশি, বহু মানুষের কর্মসংস্থান হবে। এই তিনটি প্রকল্প বাস্তবায়িত করতে কেন্দ্রের প্রায় ৯০০ কোটি টাকা খরচ হয়েছে।

রবিবার, দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিসে আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই তিনটি বড় পেট্রোলিয়াম প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে দুর্গাপুর-বাঁকা বিভাগের পারাদ্বীপ-হলদিয়া-দুর্গাপুর পাইপলাইন প্রকল্পের সম্প্রসারণ এবং বাঁকা ও চম্পারনের এলপিজি বটলিংয়ের দু’টি কারখানা নির্মাণ। এ প্রকল্পের ফলে বিহারের পাশাপাশি ঝাড়খন্ড এবং উত্তরপ্রদেশও উপকৃত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানালেন, বিহারের পাশাপাশি ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের একাধিক জেলা এই দুটি কারখানা থেকে সিলিন্ডার ভরার সুযোগ পাবে। উদ্বোধন মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিহারের উন্নয়নের কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক নেতারা বিহারের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে শুধু নিজেদের স্বার্থই দেখেছেন। প্রাকৃতিক সম্পদ বা মানবসম্পদ উন্নয়নের প্রতি গুরুত্ব দেননি।

প্রধানমন্ত্রীর সাথে এ দিনের ভার্চুয়াল মঞ্চে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি-সহ আরো অনেক রাজনৈতিক নেতাকর্মীরা। এদিনের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ভূয়ষী প্রশংসা করেন। তিনি বলেন, নতুন বিহার গঠনের কান্ডারী নীতিশ কুমার। বিগত ১৫ বছরে বিহারের যা উন্নয়ন হয়েছে, তা আগে কখনো হয়নি। বিজেপি বিহারের সেই উন্নয়নের সঙ্গী।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube