+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

শুভেন্দুর সঙ্গে কারা রয়েছে? সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ‘যাচাই’ শুরু হোল

নিজস্ব সংবাদদাতা - September 3, 2020 10:03 am - রাজ্য

শুভেন্দুর সঙ্গে কারা রয়েছে? সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ‘যাচাই’ শুরু হোল

তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সবথেকে বড় জননেতার নাম শুভেন্দু অধিকারী। এবার তাঁর হোয়াটস অ্যাপ গ্রুপ খুলে শুধু চমকই দিলেন না, রাজনৈতিক মহলের ধারণা শুভেন্দু অধিকারী আদতে সমর্থন যাচাই করতে চাইছেন এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে।

শুভেন্দু অধিকারীকে নিয়ে সম্প্রতি জোরদার চর্চা শুরু হয়েছিল দলের অন্দরে বাইরে। বিভিন্ন সরকারি ও দলীয় অনুষ্ঠানে তাঁর গরহাজিরা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরির ফলেই শুভেন্দু গরহাজির থাকছিলেন বিভিন্ন অনুষ্ঠানে, এমনটাই অভিমত ছিল রাজনৈতিক মহলের। এমনকী তাঁর বিজেপি যোগ নিয়েও জল্পনার শেষ ছিল না। আর অন্যদিকে শুভেন্দু মুখ না খুললেও বাবা শিশির অধিকারী সাফ সাফ জানিয়ে দেন অধিকারী পরিবারের কেউ বেইমান নন।

হোয়াটস অ্যাপ গ্রুপ খোলা হল শুভেন্দুর নামে তৃণমূলে রদবদলে শুভেন্দুর গুরুত্ব হ্রাস হতেই অনুগামীরা সরব হন। তাঁরা শুভেন্দুর সমর্থনে সমান্তরাল জনসংযোগ শুরু করেন। সেইমতো সোশ্যাল মিডিয়াতেও সমান্তরাল জনসংযোগ চালাতে বিভিন্ন গ্রুপ খোলা হল। ফেসবুকে শুভেন্দুর সমর্থনে অনেক গ্রুপ ছিল। এবার হোয়াটস অ্যাপ গ্রুপ খোলা হল ‘মহাগুরু দাদা’ নামে।
নতুন হোয়াটস অ্যাপ গ্রুপ ‘মহাগুরু দাদা’ শুভেন্দু অধিকারীর অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিল- ‘আমরা দাদার সৈনিক’, ‘দাদার অনুগামী’ প্রভৃতি নামে। এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে তৈরি হল নতুন হোয়াটস অ্যাপ গ্রুপ ‘মহাগুরু দাদা’। প্রতিটি জেলায় আলাদা আলাদা গ্রুপ খোলা হয়েছে। শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরের গ্রুপে তৃণমূলের প্রথম সারির অনেক নেতা রয়েছেন। এর আগে শুভেন্দু অনুগামীরা সমান্তরাল জনসংযোগে নেমেছেন। শুভেন্দুর ছবি গলায় ঝুলিয়ে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে, শিক্ষা সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে, পথচারীদের হাতে শুভেন্দুর ছবি সম্বলিত রাখি বাঁধা হয়েছে। এবার শুভেন্দুর নামে গ্রুপ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শুভেন্দুর প্রতি সমর্থন যাচাইয়ের জন্যই যে এই গ্রুপ খোলা হয়েছে, তা মানছে তৃণমূল কংগ্রেসও। শুভেন্দুর নামে এই গ্রুপ তৈরি নিয়ে আলোড়ন তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। অভিযোগ, শুভেন্দু অধিকারীকে কতজন সমর্থন করেন, তা যাচাই করে নেওয়ার জন্য একটি লিঙ্কের মাধ্যমে হোয়াটস অ্যাপ চালানো হচ্ছে। রাজ্যের ২৩টি জেলায় লিঙ্ক, অনুগামীরাও ময়দানে। শুভেন্দুর অনুগামীরা জানিয়েছেন, শুভেন্দুদার মতাদর্শ, ভালো কাজকর্ম, তুলে ধরার জন্য এই হোয়াটস অ্যাপ গ্রুপ খোলা হয়েছে। রাজ্যের ২৩টি জেলায় এই লিঙ্ক পাঠানো হয়েছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube