সংখ্যালঘুরাই নির্ধারণ করবে বিধানসভা ভোটের ফল— সিদ্দিকুল্লা
সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুরাই ভোটের ফলাফল নির্ধারণ করবেন। তিনি স্পষ্ট জানিয়েদেন বিধানসভা নির্বাচনে ফলাফল পুরো মাত্রায় পেতে গেলে সংখ্যালঘুদের সঙ্গে নিতে হবে। লোকসভা ভোটের পর করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেও প্রশংসা করেন তিনি। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন, যে গরু দুধ দেয় তার লাথিও তিনি খেতে রাজি। সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, রাজ্যে এটা প্রমাণিত হয়েছে, সংখ্যালঘু ভোটের ওপরেই নির্বাচনের ফলাফল নির্ভর করে।
সিদ্দিকুল্লা চৌধুরী জমিয়তে উলেমায়ে হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি। ২০১৬ সালে তিনি তৃণমূলের হয়ে মঙ্গলকোট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়ী হওয়ার পর তাঁকে গ্রন্থাগার মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান। তিনি বলেছেন, সংখ্যালঘু ভোট যাতে তৃণমূলের পক্ষে আসে তার জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে।