সক্রিয় রাজনীতিতে ফিরতে মরিয়া তথাগত রায়
আগেই জানিয়েছিলেন, সক্রিয় রাজনীতিতে ‘কামব্যাক’ করতে চান মেঘালয়ের রাজ্যপাল । ইনিংস শেষ করার পর আবারও নিজের লক্ষ্য স্পষ্ট করে দিলেন তথাগত রায়। জানালেন, আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। সেজন্য সক্রিয় রাজনীতিতে ফিরতে চান তিনি।
সূত্রের খবর, বিষয়টি নিয়ে ইতিমধ্যে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছেছেন তিনি। অমিত শাহের সঙ্গেও রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করতে পারেন বলে খবর। শীর্ষ নেতৃত্বের তরফে সবুজ সংকেত মিললেই তিনি আবারও সক্রিয় রাজনীতির ময়দানে নেমে পড়বেন। এমনকী নিজেকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবেও তুলে ধরতে পারেন বলে জল্পনা বেড়েছে।
সেই গুঞ্জন আরও বেড়েছে নাম না করে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণের পর। তথাগত বলেছিলেন, রাজ্য বিজেপির নেতাদের কিছু ‘অযৌক্তিক মন্তব্য’ পসন্দ নয় তাঁর। বাঙালিরা তা পছন্দ করেন না এবং ‘সেই মন্তব্য বাংলার মানুষের ভাবাবেগের সঙ্গে খাপ খায় না।’ এমনকী তা ‘দলের ভালো করার পরিবর্তে ক্ষতি করেছিল’ বলে মন্তব্য করেন তিনি। তখন থেকেই রাজ্য বিজেপির অন্দরে জল্পনা চলছে, তাহলে কি রাজ্য রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেওয়ার পথ প্রশস্ত করছেন তথাগত? সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনও জানা নেই। তবে তথাগতের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি দিলীপ ঘোষ।