+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

সরকারি অনুষ্ঠানে না গিয়ে বেসরকারি ক্লাবের অনুষ্ঠানে শুভেন্দু। এটা কিসের ইঙ্গিত?

নিজস্ব সংবাদদাতা - August 10, 2020 5:53 pm - রাজ্য

সরকারি অনুষ্ঠানে না গিয়ে বেসরকারি ক্লাবের অনুষ্ঠানে শুভেন্দু। এটা কিসের ইঙ্গিত?

চিত্র সৌজন্যে: The Hindu

সরকারী অনুষ্ঠান ছেড়ে অনুষ্ঠান স্থল থেকে পাঁচ কিমি দূরে বেসরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

সরকারি অনুষ্ঠান দ্বিতীয় বার ‘বয়কট’ করায় বিতর্ক ছড়ালো রাজ্যে। সরকারি অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী
পার্থ চট্টোপাধ্যায় বিতর্ক এড়াতে গিয়ে শুধু বললেন, উনি এলে ভাল হত।

রবিবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রামে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য স্তরীয় মূল অনুষ্ঠান ছিল।

ঝাড়গ্রাম শহরের জেলাশাসক হলের সিধু কানু মঞ্চে যেখানে ৩০শে জুলাইয়ের মতোই দুই মন্ত্রী পার্থ চ্যাটার্জি ও শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা ছিল। সেই মতো বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয় বিজ্ঞাপন। শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠানে না গিয়ে ঝাড়গ্রাম থেকে কিছু দূরে একটি বেসরকারি ক্লাব আয়োজিত ‘বিশ্ব আদিবাসী দিবস’ অনুষ্ঠানে যোগ দেন। গতবারের মতোই শুভেন্দু অধিকারী বেছে নিয়েছিলেন শালবনি নেদাবহড়া অঞ্চল। ঠিক যেমনটা ৪০দিন আগে পৌঁছে গিয়েছিলেন লালগড়ের বিদ্রোহী এলাকা কাঁটাপাহাড়িতে। এদিনের সভায় শুভেন্দু ২০১১ তে মাওবাদীদের হাতে খুন হওয়া তৃণমূল কর্মী সনাতন হেমব্রম, উত্তম মাহাতোদের কথা বলেছেন।
শুভেন্দু আরও মনে করিয়ে দেন, বিখ্যাত তিরন্দাজ মনিকা সরেনকে তিনি যেমন চাকরি দিয়েছেন ঠিক তেমনই ফুটবলার লক্ষী মান্ডির চাকরির ব্যবস্থা করেছেন।

একের পর এক সরকারি ও দলের সভা অনুষ্ঠান কার্যত বয়কট বা এড়িয়ে চলেছেন তিনি। সদ্য
গঠিত দলের রাজ্যস্তরীয় কো-অর্ডিনেশন কমিটির প্রথম সভাতেও তিনি অনুপস্থিত ছিলেন। তারপর আবার এই বয়কট। অথচ অদূরেই বেসরকরি অনুষ্ঠানে উপস্থিত থাকা কিসের ইঙ্গিত! সাধারণ মানুষ কিন্তু সব দেখছে, লক্ষ্য রাখছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube