+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

সেপ্টেম্বরেও থাকছে লকডাউন

নিজস্ব সংবাদদাতা - August 26, 2020 10:15 pm - রাজ্য

সেপ্টেম্বরেও থাকছে লকডাউন

অগাস্টের লকডাউনের এখনও একটি দিন বাকি আছে। এদিন উচ্চপর্যায়ের বৈঠকের পর সেপ্টেম্বরে তিনটি লকডাউনের দিন নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানান, ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের স্কুল, কলেজ বন্ধ রাখা হচ্ছে।
সেপ্টেম্বরে লকডাউন
মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন, সেপ্টেম্বরে ৭, ১১, ১২ তারিখ লকডাউন নির্দিষ্ট করা হয়েছে। এর মধ্যে ৭ হল সোমবার, ১১ ও ১২ তারিখ হল শুক্রবার ও শনিবার। পরবর্তী পর্যায়ে আরও দিন এর সঙ্গে যুক্ত হতে পারে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান ১০ সেপ্টেম্বর বিকেল ৪ টেয় ক্যাবিনেট বৈঠক বসবে।

২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ স্কুল কলেজ
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্যে ২০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ রাখা হচ্ছে।

সামাজিক দূরত্ব মেনে মেট্রো চলতে পারে
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, সামাজিক দূরত্ব মেনে মেট্রো চলতে পারে। তবে এব্যাপারে মেট্রো রেলকে রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে হবে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube