স্বাধীনতা দিবসের লক্ষ্য
১৫ আগস্ট স্বাধীনতা দিবসে দিল্লির লাল কেল্লায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ভাষণে ২০২১ সালের ৭৫ তম স্বাধীনতা দিবসের লক্ষ্য হিসাবে একটি ‘ভিসন ডকুমেন্ট’ প্রকাশ করবেন বলে জানা যাচ্ছে।
সূত্রে জানা গেছে এই ভিসন ডকুমেন্ট এর মূল লক্ষ্য হলো দেশকে সহজে অতি উন্নত মাত্রায় পৌঁছে দেয়া। ২০২০ ও ২০২১ সালের সালের স্বাধীনতা দিবসে দেশের উন্নয়নের ভিত্তি স্থাপন করা হবে যা ২০২২ সালের মধ্যে দারিদ্র্য ও দুর্নীতি মুক্ত হবে।
নীতি আয়োগ দপ্তর এই প্রকল্প পূর্ণতা দেবে গ্রামোন্নয়ন দপ্তরের সাহায্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানাচ্ছেন, ভিসন ডকুমেন্ট এ থাকছে পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ, পণ্য পরিবহন সংক্রান্ত বিষয়। আর এই সুবিধাগুলো দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেবার ব্যবস্থা করবে সরকার। এছাড়া বেকারত্ব দূরীকরণে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে।