+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

হাওড়ায় তৈরি হচ্ছে শান্তনু বেরার বাড়িতে ‘মোহনবাগান তাঁবু’র রেপ্লিকা

নিজস্ব সংবাদদাতা - July 29, 2020 1:12 pm - কোথায় কি হচ্ছে!

হাওড়ায় তৈরি হচ্ছে শান্তনু বেরার বাড়িতে ‘মোহনবাগান তাঁবু’র রেপ্লিকা

আই লিগ চ্যাম্পিয়ন, এটিকে-র সঙ্গে এবার আইএসএলে খেলবে মোহনবাগান। ঐতিহাসিক সন্ধিক্ষণে উৎসবের আনন্দ কেড়েছে করোনা ভাইরাস। এমনকী, যেদিন খালি পা-এ খেলে ব্রিটিশদের হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল ক্লাব, সেই ২৯ জুলাইও এবার অনুষ্ঠান হবে না। কিন্তু তাতে কি! আমফানের ধাক্কা সামলে নিজের বাড়িতেই প্রিয় ক্লাবের তাঁবু তৈরি করছেন হাওড়ার এক মোহনবাগান সমর্থক। থাকবে সংগ্রহশালাও!

দোতলা বাড়ির ছাদে ছাউনিটি সবুজ-মেরুন রঙে রাঙিয়ে দিয়েছিলেন শান্তনু। কিন্তু আমফানের দাপটে সাধের সেই ছাউনি ক্ষতিগ্রস্ত হয়।

এবার আর স্রেফ ছাউনি নয়, গোটা বাড়িটিকেই মোহনবাগান ক্লাবের তাঁবুর রেপ্লিকার সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন সবুজ-মেরুন অন্তপ্রাণ শান্তনু। যেমন ভাবা, তেমনি কাজ।

এবার আর শুধু ছাউনি নয়, গোটা বাড়িটিকেই মোহনবাগান ক্লাবের তাঁবুর রেপ্লিকার সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন সবুজ-মেরুন অন্ত:প্রাণ শান্তনু। যেমন ভাবা, তেমনি কাজ। একমাসেরও বেশি সময় ধরে কাজ চলছে জোরকদমে।

শান্তনু বেরা জানিয়েছেন, ছাদে থাকবে আস্ত একটি কৃত্রিম মাঠ। দুই পাশে গোলপোস্ট আর তাঁবুর পাশে ড্রেসিংরুম। মোহনবাগানের নানা স্মারক দিয়ে সেই ড্রেসিংরুমে তৈরি করা হবে একটি সংগ্রহশালাও।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube