১৫ দিনের মধ্যে গ্যাস বুকিংয়ে নিষেধাজ্ঞা উঠল
রান্নার গ্যাস বুকিং করার পর ১৫ দিন পর্যন্ত নতুন করে কোনও সিলিন্ডার বুক করা যেত না। তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার জন্য এই নিয়ম চালু করেছিল পেট্রলিয়াম মন্ত্রক। এই নিয়ম এবার তুলে দেওয়া হল। এর ফলে গ্রাহকরা যখন খুশি সিলিন্ডার বুক করতে পারবেন।
করোনার জেরে মার্চ মাসের শেষের দিক থেকে দেশজুড়ে শুরু হয় লকডাউন। তখনই সাধারণের মধ্যে আতঙ্ক তৈরি হয়, এরপর আদৌ গ্যাস পাব তো? এই উদ্বেগের মধ্যেই তখন আচমকা বেড়ে গিয়েছিল গ্যাস বুকিং। লকডাউনের কারণে এমনিতেই সেই সময় প্রাথমিক একটা সঙ্কট তৈরি হয়েছিল। একে তো ডিলার অফিসে কর্মী কম, তার উপর বুকিং বেড়ে যাওয়ায় সঠিক সময়ে গ্যাস পাওয়া যাচ্ছিল না। ফলে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। পরবর্তী ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়। আর এখন তিনটি গ্যাস সংস্থাই জানিয়ে দিল, বুকিংয়ের জন্য ১৫ দিনের সময়সীমা তুলে দেওয়া হচ্ছে। ফলে এবার থেকে যখন খুশি গ্যাস বুকিং করা যাবে। ডিলাররা অবশ্য বলছেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সপ্তাহে দু’দিন লকডাউন ঘোষণা করা হচ্ছে। তার উপর বাড়ছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও। সেক্ষেত্রে গ্যাস সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়া কিছুটা ধাক্কা খেতে পারে। কারণ, পেট্রল পাম্পগুলি লকডাউনেও খোলা রাখার ঘোষণা হলেও, রান্নার গ্যাসের সিলিন্ডারের বটলিং প্ল্যান্ট ও গ্যাসের ডিলারশিপ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ডিলাররা আরও বলছেন, ১৫ দিনের সীমারেখা উঠে যাওয়ার ফলে গ্যাসের চাহিদা সামান্য হলেও বাড়বে। তবে গ্রাহকরা খুব বড় সমস্যায় পড়বেন না বলেই মনে করছেন তাঁরা। তাই লকডাউন থাকলেও অন্যান্য দিন কিছুটা বাড়তি কাজ করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করবেন তাঁরা।