+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

৩৭০ ধারা রদের বর্ষপূর্তি, কাশ্মীর জুড়ে কার্ফু

নিজস্ব সংবাদদাতা - August 4, 2020 11:22 am - দেশ

৩৭০ ধারা রদের বর্ষপূর্তি, কাশ্মীর জুড়ে কার্ফু

চিত্র সৌজন্যে: whatsapp

উপত্যকায় কার্ফু জারি
জম্মু-কাশ্মীর ৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তি। উপত্যকায় নাশকতার আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। তাই বছর ঘুরতে তাই ফের কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল ‘ভূস্বর্গ’কে। কাশ্মীরে সোমবার রাত থেকে জারি হয়েছে কার্ফু, যা চলবে বুধবার পর্যন্ত।

নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার, প্রশাসন ও গোয়েন্দা কর্তাদের মধ্যে আলোচনার ভিত্তিতেই কাশ্মীরে ৩ তারিখ বিকেল থেকে ৫ অগাস্ট পর্যন্ত কার্ফুর লাগুর সিদ্ধান্ত হয়েছে। এই বৈঠকে ছিলেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং-ও।

পুলিশ রিপোর্টে উল্লেখ, ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও পাকিস্তানের মদতপুষ্ট কিছু দল এই ৫ অগস্টকে কালো দিন হিসেবে দেখে। তাই এই দু’দিন উপত্যকায় দাঙ্গা বাধানোর চেষ্টা চলতে পারে। নাশকতার সম্ভাবনাও আছে। তাই সবদিক দিয়েই নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। শ্রীনগর প্রশাসন সিআরপিসি আইনে ১৪৪ ধারা জারি করেছে।’


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube