৬ অক্টোবর বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান– সৌমিত্র খাঁ
২০২১ বিধানসভা নির্বাচনের আগে আন্দোলনের তীব্রতা বাড়াতে সরাসরি নবান্ন অভিযানে নামতে চলেছে বিজেপির যুব মোর্চা। ৬ অক্টোবর এই অভিযান হবে। বিজেপি যুব মোর্চার তরফে সভাপতি সৌমিত্র খাঁ ‘নবান্ন অভিযান’ কর্মসূচি ঘোষণা করেন।
সৌমিত্রবাবু বলেন, রাজ্যে কর্মসংস্থান নেই। ১০ বছর ধরে সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ। শিক্ষকনিয়োগও বন্ধ করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বেসরকারি চাকরিও নেই। বেকারত্বের জ্বালা প্রতিদিন কুরেকুরে খাচ্ছে কোটি কোটি যুবককে। এছাড়া দুর্নীতিতে আপদমস্তক নিমজ্জিত এই সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। মানুষের কথা এদের কানে পৌঁছয় না। তাই মানুষের দাবি সরকারের কানে পৌঁছতে আমরা নবান্ন অভিযানে নামব।
তিনি জানান, ওই দিন কলকাতায় জমায়েত করবেন যুব মোর্চার কর্মীরা। সেখান থেকে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে হবে নবান্ন অভিযান।
মাস খানেক আগে যুব মোর্চার সভাপতির দায়িত্ব পেয়েই ঝাঁপিয়ে পড়েন সৌমিত্র খাঁ। রাজ্যের তৃণমূল বিরোধী আন্দোলনকে জোরদার করতে জেলায় জেলায় আয়োজন করা হচ্ছে নানা কর্মসূচির। এবার সৌমিত্রের নজর নবান্নে।