৯ ও ১০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার ২ দিনের অধিবেশন
কোভিড অতিমারী পরিস্থিতিতে ৯ ও ১০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার দুই দিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। দূরত্ববিধি-সহ কোভিড স্বাস্থ্য নিয়মাবলী মেনে বিধানসভার দুই দিনের অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। নিয়ম অনুসারে, প্রত্যেক বিধায়কের সঙ্গে বিধানসভায় প্রবেশের অনুমতি পাবেন শুধুমাত্র একজন সঙ্গী।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিধায়ক, অধ্যক্ষ এবং বিধানসভা চত্বরে প্রবেশকারী সকলের অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। প্রবেশের আগে এই স্বাস্থ্য পরীক্ষা হবে বিধানসভার সমস্ত কর্মীদেরও। আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর অ্যান্টিজেন টেস্ট পরিচালনা করবে রাজ্য স্বাস্থ্য দফতর। বিধানসভা অধিবেশন আয়োজনের বিষয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য প্রশাসন। সেই কারণে যাবতীয় অতিমারী শর্তাবলী মেনে চলার বিষয়ে কড়া নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।