+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ইডি জানতে চাইলো ২০১৮-১৯ সালে ১৪ লাখ টাকা রোজগার থেকে রিয়ার কি উপায়ে ৬৫ লাখ টাকা খরচ?

নিজস্ব সংবাদদাতা - August 8, 2020 12:19 pm - বিনোদন

ইডি জানতে চাইলো ২০১৮-১৯ সালে ১৪ লাখ টাকা রোজগার থেকে রিয়ার কি উপায়ে ৬৫ লাখ টাকা খরচ?

চিত্র সৌজন্যে: npnews24.com ,India.com, Bloglovin

ইডি সুশান্ত সিংহ রাজপুতের তদন্ত ভার নেওয়ার পর বেশ কিছু তথ্য উঠে আসছে সেগুলি সব এই রিহা চক্রবর্তী কে কেন্দ্র করে । প্রশ্ন উঠে যাচ্ছে রিহা চক্রবর্তীর বিলাসবহুল জীবন নিয়ে । প্রায় ৬ ঘন্টা জেরার পর বেশ কিছু প্রশ্ন উঠছে তার খরচ করার বহরের উপর ।

২০১৮-’১৯-এ রিয়া চক্রবর্তী যেখানে ১৪ লাখ টাকা রোজগার করেন, সেখানে কী ভাবে ৬৫ লাখ টাকা খরচ করলেন তিনি? সে টাকা কি ভাবে পেলেন তিনি এইটা সব থেকে গুরুত্তপূর্ণ ইডি র কাছে । রিয়ার মুম্বাই তে ৮৫ লক্ষ টাকার একটা ফ্লাট আছে । আর একটি আছে ৬০ লক্ষ টাকা দামের । সুশান্তের বাবা আগেই অভিযোগ করেছিলেন, সুশান্তের টাকা আত্মসাৎ করেছেন রিয়া। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা তিনি সরিয়েছিলেন বলে অভিযোগ। রিহার একাউন্ট এ গত বছর এর ১০ লক্ষ থেকে বেড়ে দাঁড়ায় ১৪ লক্ষ তে । সুশান্তের ২ টি একাউন্ট থেকে মোটা অংকের টাকা গিয়েছিলো রিহার একাউন্ট এ । রিহার থেকে দুটি বাড়ির কাগজপত্র দেখতে চাওয়া হয়েছে । জানা গেছে রিহা সুশান্তকে জোর করে বান্দ্রার ফ্লাট এ নিয়ে এসেছিলেন । এবং পরিবারের খরচ চালানো থেকে বিলাসবহুল গাড়ি কেনা সবটাই সুশান্ত এর থেকে নিতেন । এমনকি সুশান্ত এর একটি কোম্পানি এর অংশীদার ও ছিলেন রিহার ভাই সৌভিক । আর দ্বিতীয় কোম্পানি যা কাজ করে ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে। কোম্পানিটির পার্টনার ছিলেন সুশান্ত , রিয়া এবং রিয়ার ভাই। কিন্তু বিনিয়োগ সবটাই সুশান্ত নিজে করেছিলেন । সুশান্ত এর আরো একটি কোম্পানিএর কথা জানা যাচ্ছে যার নাম ” ফ্রন্ট ইন্ডিয়া ” এই কোম্পানিটি ভারতের মানুষের স্বাস্থ্য, দারিদ্র ও পুষ্টি নিয়ে কাজ করে। জানা গেছে এই কোম্পানির হিসাব নিকেশ রিহা দেখাশোনা করতেন ।

 


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube