২০২১এর টি 20 বিশ্বকাপ ক্রিকেট ভারতেই হবে
চিত্র সৌজন্যে: ICC Cricket
আই সি সি – এর বোর্ড মিটিংএ সিদ্ধান্ত হোয়েছে ২০২১ এর টি 20 বিশ্বকাপ ক্রিকেটের খেলা ভারতেই হবে। ২০২৩ সালের ৫০–৫০ বিশ্বকাপও আয়োজন করবে ভারত। এবছরের স্থগিত টি 20 বিশ্বকাপ ২০২২ সালে অস্ট্রেলিয়াতে হবে।
২০২১ এর টি 20 বিশ্বকাপ ক্রিকেটের খেলা অস্ট্রেলিয়াতে করার জন্য অস্ট্রেলিয়া চেষ্টা করছিল। কিন্তু বি সি সি আই পাল্টা যুক্তি দেখায়, পরপর দুই বিশ্বকাপ একই দেশে হলে জনপ্রিয়তা কমে যাবে।