২১ জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।
করোনাকালে দু’বছর বন্ধ থাকার পরে এ বার ২১ জুলাই প্রকাশ্যে ‘শহিদ দিবস’ পালন করবে তৃণমূল। দল দাবি করেছে বৃহস্পতিবার রেকর্ড ভিড় হতে পারে ধর্মতলার সভায়। ওই দিন দুপুর ১২টা থেকে সভা বলে জানিয়েছে তৃণমূল। তবে সকাল থেকেই কর্মী, সমর্থকেরা মিছিল করে আসবেন। আবার সভা শেষেও কর্মীরা ফিরবেন। এই কারণে ওই দিন ভোর ৪টে থেকে কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। বলা হয়েছে ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৭ ঘণ্টা যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।
ওয়ান ওয়ে কোন কোন রাস্তায়
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতার একাধিক রাস্তা সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করল কলকাতা ট্রাফিক পুলিশ। সেগুলি হল,
- উত্তর থেকে দক্ষিণ আমহার্স্ট স্ট্রিট
- কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর বিধান সরণি
- দক্ষিণ থেকে উত্তর কলেজ স্ট্রিট
- উত্তর থেকে দক্ষিণ ব্রেবোর্ন রোড
- হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর স্ট্র্যান্ড রোড
- পূর্ব থেকে পশ্চিম বি বি গাঙ্গুলি স্ট্রিট
- দক্ষিণ থেকে উত্তর বেন্টিঙ্ক স্ট্রিট
- পশ্চিম থেকে পূর্ব নিউ সিআইটি রোড
- বি কে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর রবীন্দ্র সরণি।