অ্যাডিনো আতঙ্ক, সরকারি হাসপাতালে শিশু চিকিৎসার সঙ্গে যুক্ত সকল স্বাস্থ্য কর্মীর ছুটি বাতিল
রাজ্যে দিনে দিনে আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। বাড়ছে মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। এর মাঝেই আরও বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। সরকারি হাসপাতালে শিশু চিকিৎসার সঙ্গে যুক্ত সকল স্বাস্থ্য কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। সঙ্গেই জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি হাসপাতালগুলিতে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিভার ক্লিনিক।
গত কয়েকদিনে ভয়াবহ আকার ধারণ করেছে অ্যাডিনো ভাইরাস। একে একে শিশু মৃত্যুর ঘটনায় কড়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে বিসি রায় হাসপাতালে বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা।