+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আজকের রাশিফল 08/12/2020

নিজস্ব সংবাদদাতা - December 8, 2020 12:00 am - রাশিফল

আজকের রাশিফল 08/12/2020

মেষ –

নিজের সামর্থ্যের পরিচয় দেবেন ও উৎসাহের সঙ্গে কাজ পুরো করবেন। আয় বৃদ্ধির ফলে অবসাদ কমবে। পরিবারে আনন্দ থাকবে। কারও বিয়ের আলোচনা হতে পারে। দাম্পত্য জীবনে সাবধানতা অবলম্বন করুন, বিবাদে জড়াবেন না। জীবনসঙ্গীর কথা মেনে চললে লাভ হতে পারে।

বৃষ-

আয় ঠিক-ঠাক থাকবে, তবে ব্যয়ে নজর দিন। স্বাস্থ্যে ওঠানামা থাকবে, জ্বর হতে পারে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। জীবনসঙ্গী ব্যবসার নতুন পথ দেখাবে। ভাগ্যের জোরে কাজ ভালোভাবে সম্পূর্ণ হবে।

মিথুন-

একাকীত্ব অনুভব করবেন না। তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। ধর্মীয় কাজ মানসিক শান্তি দেবে। আয় ভালো হবে। দাম্পত্য জীবনে নতুন দায়িত্ব আসবে, সন্তানের কারণে চিন্তিত হতে পারেন। কাজের প্রতি দায়িত্বশীল থাকুন। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।ভালো কিছু খাওয়ার ইচ্ছা জাগবে।

কর্কট-

আর্থিক পরিস্থিতি ভালো হবে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ায় আনন্দিত হবেন। সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। দাম্পত্য জীবন ভালো কাটবে, জীবনসঙ্গীর সঙ্গে মিলে কাজ করলে সাফল্য পাবেন। কাজের ক্ষেত্রে পরিস্থিতি আপনার পক্ষে থাকবে। তার ভালো ফল পাবেন।

সিংহ-

সময়ের মধ্যে কাজ পুরো করবেন। পরিবারে আনন্দ থাকবে। আত্মীয়ের আগমন হতে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, গৃহস্থ জীবনে এর প্রভাব পড়তে পারে।

কন্যা-

মনে আনন্দ থাকবে। বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন। কাজের ক্ষেত্রে পরিস্থিতি ভালো। চাকরির প্রস্তাব পেতে পারেন। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে, জীবনসঙ্গী অসুস্থ হয়ে পড়তে পারেন।

তুলা-

নানা কারণে মনে চিন্তা জাগবে, যা আপনাকে সমস্যায় ফেলবে। তার ফলে কাজও ভেস্তে যেতে পারে। তাই অত্যধিক ভাবনাচিন্তা করবেন না ও নিজেকে একা ছাড়বেন না। দাম্পত্য জীবন ভালো কাটবে। জীবনসঙ্গী আপনাকে আনন্দে রাখার চেষ্টা করবে। স্বাস্থ্যের যত্ন নিন।

বৃশ্চিক-

দীর্ঘ যাত্রার সম্ভাবনা রয়েছে। মনে সুবিচার আসবে। পার্শ্ব আয়ে মনযোগী হবেন। আয় উন্নতি হবে। মামলার জন্য দিন ভালো, সাফল্য পেতে পারেন। বিবাহিতরা জীবনসঙ্গীর সঙ্গে কেনাকাটা করতে যেতে পারেন। স্বাস্থ্যোন্নতি হবে।

ধনু-

পেটের গোলযোগ দেখা দিতে পারে। ধর্মীয় কাজে ব্যয় করবেন। ভাগ্যের জোরে ভালোভাবে কাজ পুরো হবে। তবে অফিসে কারোর সঙ্গে বিবাদ হতে পারে, তাই ভেবেচিন্তে কথা বলুন। দাম্পত্য জীবনে অবসাদ থাকবে।

মকর-

অভিজ্ঞতা ও কার্যক্ষমতা কাজে লাগাবেন। আয় বাড়বে। বিরোধী পরাজিত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিন ভালো। দাম্পত্য জীবন সুখে কাটবে। কাজের ক্ষেত্রে দিন ভালো, লাভ হবে।

কুম্ভ-

পরিবারের সহযোগিতা ও সুপরামর্শ কাজে আসবে। কাজের ক্ষেত্রে পরিস্থিতি ভালো। অনেকে আপনার পরামর্শও চাইবেন। দাম্পত্য জীবনের জন্য চিন্তার সময়, জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

মীন-

সন্তান সংক্রান্ত সুখবর মনে আনন্দ জাগিয়ে তুলবে। জীবনসঙ্গীর ভালোবাসা, পরিবারের সহযোগিতা আপনাকে আপ্লুত করে তুলবে। কাউকে কটূ কথা বলবেন না, নাহলে সমস্যায় পড়তে পারেন। কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। ভাগ্য দুর্বল থাকায় কাজে গণ্ডগোল হতে পারে, সতর্ক থাকুন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube